ইসরায়েলপ্রীতি, মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতা থেকে বাদ তরুণী
দখলদার ইসরায়েলের পতাকা নিয়ে নাচার পুরোনো ভিডিও ভাইরাল হওয়ার পর মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতা থেকে এক তরুণীকে বাদ দেওয়া হয়েছে।
তার ওই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষ ব্যাপক সমালোচনা শুরু করেন। এরপর আয়োজকরা এ ব্যবস্থা নেন।
বিজ্ঞাপন
বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকার চেষ্টা করে থাকে।
মেরিনা কোগোয়া নামের ওই তরুণীর ইসরায়েলপ্রীতিতে ক্ষুব্ধ হন সাধারণ মানুষ। তিনি প্রতিযোগিতায় হাইল্যান্ড পাপুয়া প্রদেশের প্রতিনিধিত্ব করছিলেন। আগামী ৯ জুন এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরায়েলি পতাকা হাতে এ তরুণী নাচছেন। তিনি দাবি করেছেন, এটি দুই বছর আগের ভিডিও। এছাড়া তার ইনস্টাগ্রামের বায়োতে লেখা আছে, ‘আমি ইসরায়েলের পাশে আছি।’
আয়োজকরা তাকে বাদ দিয়ে ওই প্রদেশের রানার্সআপ তরুণীকে এখন ফাইনালের জন্য চূড়ান্ত করেছে।
সূত্র: আরব নিউজ
এমটিআই