একসঙ্গে তিন-চারটি প্রতিষ্ঠানে কাজ করে মাসে আয় কোটি টাকা! অতঃপর...
একসঙ্গে তিন-চারটি প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি, দিনে প্রায় আড়াই লাখ টাকা আয়! এমন প্রতারণায় অভিযুক্ত হয়েছেন, সোহম পারেখ নামে ভারতীয় এক ইঞ্জিনিয়ার।
প্রশ্ন উঠছে, কীভাবে এমন ঘটনা ঘটালেন সোহম? আসলে এটি নতুন কিছু নয়, এর নাম নাম মুনলাইটিং। যেখানে একসঙ্গে একাধিক সংস্থায় ফুল-টাইম কাজ করা হয়। সোহম সে কাজটি করেছেন- কিন্তু শুধু দুটি নয়, একসঙ্গে তিন-চারটি সংস্থায় কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোহম মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করার পর জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মুনলাইটিংয়ের অভিযোগ ওঠেছে। মার্কিন সংবাদ মাধ্যমে অভিযোগটি প্রকাশিত হওয়ার পর সোহমকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। আরও একটি গুরুতর অভিযোগ উঠেছে, সোহম তার লিঙ্কডইন প্রোফাইলে যে কাজের অভিজ্ঞতার তথ্য দিয়েছেন, তার ৯০ শতাংশই মিথ্যা ছিল।
তবে, এসব অভিযোগের বিরুদ্ধে সোহম এখনও সরাসরি কোনও মন্তব্য করেননি।
এদিকে, সোহম যেখানে কাজ করছিলেন, তার মধ্যে একটি সংস্থার- মিক্সপ্যানেলের সহ-প্রতিষ্ঠাতা সুহেল দোশী জানান, সোহম ব্যক্তিগতভাবে তাকে মেসেজ করে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।
সোহম মেসেজে লিখেছেন, আমি কি আমার ক্যারিয়ার নিজ হাতে শেষ করে ফেললাম? এই পরিস্থিতি থেকে কীভাবে বের হতে পারি? কোনো উপায় আছে?
সুহেল দোশী দাবি করেছেন, তিনি অনেকবার সোহমকে সতর্ক করেছিলেন, কিন্তু সোহম শোনেননি।
এমএসএ