আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার ছবি সংবলিত একটি ফেস্টুন।

আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং দেশটির তালেবান সরকারের প্রধান বিচারপতি হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

মঙ্গলবার (৮ জুলাই) এ পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আদালতটি। এক বিবৃতিতে আইসিসি বলেছে, তারা নারীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে করেছেন বলে তাদের সন্দেহ।

২০২১ সালে পশ্চিমা সমর্থিত আশরাফ ঘানি সরকারকে উৎখাত করে তালেবানের যোদ্ধারা। এরপর নারীদের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে তারা।

আফগানিস্তানে বর্তমানে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের আর পড়ালেখার সুযোগ নেই। এছাড়া বাইরে তাদের মুখ ঢাকা বোরকা পরার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া অপরিচিত পুরুষের দিকে নারীরা তাকাতে পারবেন না এমন নির্দেশনাও দিয়েছে তালেবান সরকার।

আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ, তালেবান কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। তবে এসব বিধিনিষেধে তারা বিশেষ করে নারীদের লক্ষ্য করে আরোপ করেছে। যারমাধ্যমে নারীদের অধিকার ও স্বাধীনতা খর্ব করা হয়েছে।

সূত্র: সিএনএন

এমটিআই