গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্প, আতঙ্কে লোকজনকে ভবন ছাড়ার নির্দেশ
প্রতীকী ছবি
মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে দেশটিতে একের পর এক এই ভূমিকম্প আঘাত হানে।
এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজনকে ভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
বার্তাসংস্থাটি বলছে, মঙ্গলবার বিকেলে গুয়াতেমালায় পরপর একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে, যা দেশটির রাজধানী ও দক্ষিণাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। এতে ভবিষ্যৎ আফটারশক বা পরাঘাতের শঙ্কায় কর্তৃপক্ষ জনগণকে ভবন খালি করে বাইরে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছে।
দেশটির ভূকম্পন বিষয়ক জাতীয় ইনস্টিটিউট জানায়, প্রথম ভূমিকম্পটি ছিল ৫.২ মাত্রার এবং এটি গুয়াতেমালা সিটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে। এরপর একে একে আরও বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৯ থেকে ৫.৬ এর মধ্যে।
বিজ্ঞাপন
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিছু ভবনে ফাটল ধরেছে ও হালকা ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত বড় কোনো ভবন ধস বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কনরেড সবাইকে সতর্ক থাকতে বলেছে এবং প্রয়োজন হলে সরকারি ও বেসরকারি ভবন দ্রুত খালি করার আহ্বানও জানিয়েছে।
টিএম