অবশেষে ‘মুক্তি’, বালতি বালতি দুধে স্নান করলেন যুবক (ভিডিও)
বিবাহবিচ্ছেদ ‘উদযাপন’ করতে ৪০ লিটার দুধে স্নান করেছেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এক যুবক। মানিক আলী (৩২) নামের ওই যুবকের দুগ্ধস্নানের ভিডিও ইতোমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
মানিক আলীর বাড়ি আসামের নলবাড়ি জেলার মুকুলমুয়া গ্রামে। আজ রোববার পারিবারিক আদালত থেকে তাকে বিবাহবিচ্ছেদের ব্যাপারটি নিশ্চিত করা হয়। তার পরেই দুগ্ধস্নানের উদ্যোগ নেন মানিক। তারপর সেই স্নানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
বিজ্ঞাপন
— Vani Mehrotra (@vani_mehrotra) July 13, 2025
ভিডিয়োয় তাকে বলতে শোনা গিয়েছে, “অবশেষে, আজ থেকে আমি মুক্ত!” ভিডিয়োটি পোস্ট করার পরেই তা দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানিকের এই অভিনব পদক্ষেপ দেখে বহু মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে লোকজনের প্রতিক্রিয়ায় বিচলিত হননি মানিক। তিনি বলেছেন, “আমার স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। এর আগেও দু’বার পালিয়ে গিয়েছিল। প্রতিবারই ফিরে এসেছে এবং পারিবারিক শান্তি ও সন্তানদের বিষয়টি বিবেচনা করে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম।”
বিজ্ঞাপন
স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে পরিবারে অশান্তি লেগে থাকত উল্লেখ করে মানিক বলেন“আমি তাকে (একাধিকবার) সুযোগ দিয়েছি, ক্ষমাও করেছি— কিন্তু আর নয়। কেউ যদি বার বার একই ভুল করতে থাকে, তাহলে আপনাকে একসময় নিশ্চিতভাবেই মুক্তি এবং শান্তির পথ বেছে নিতে হবে।”
এসএমডব্লিউ