ছবি মমতা ব্যানার্জির ফেসবুক পেজ থেকে নেওয়া/ -কলকাতা

বাংলা ভাষাভাষীদের অন্যান্য রাজ্যে হেনস্তার অভিযোগ তুলে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি আরও বেশি করে বাংলায় কথা বলবেন। কেন্দ্র সরকারের সাহস থাকলে যেন তাকে গ্রেপ্তার করে। এছাড়া পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ নয়? এমন প্রশ্নও তুলেছেন তিনি।

বুধবার (১৬ জুলাই) তৃণমূল কংগ্রেস আয়োজিত এক র‌্যালিতে মমতা বলেন, “আমি এখন থেকে বাংলায় আরও বেশি কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। পারলে আমাকে বন্দিশালায় বন্দি করুন।”

মমতা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের অবৈধ অভিবাসী হিসেবে আটক করার গোপন নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, অবৈধ অভিবাসীর অভিযোগ তুলে বিজেপি মহারাষ্ট্রের ভোটারতালিকা থেকে অনেক ভোটারকে বাদ দিয়ে জয় পেয়েছে। এখন বিহারে এমনটা করছে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও একই কাজ করতে পারে। পশ্চিমবঙ্গে যদি বিজেপি এমন কিছু করতে চায় তাহলে তীব্র বাধা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ভারতে গত কয়েকদিন ধরেই বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর নির্যাতন চলছে। তাদের বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম দাবি করে আটক করে বন্দিশালায় রাখা হচ্ছে। মমতা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আমি চ্যালেঞ্জ করছি বাঙালি মাইগ্রেন্টরা রোহিঙ্গা মুসলিম এটি প্রমাণ করুন।”

পশ্চিমবঙ্গের মানুষদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হচ্ছে জানিয়ে এই র‌্যালিতে মমতা বলেন, “বাঙালিদের এভাবে হেনস্তা করার অধিকার বিজেপির আছে? তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অধিকার তাদের আছে?”

তিনি আরও বলেন, “যদি বাংলাভাষীদের বিজেপি বন্দিশালায় পাঠায়। তাহলে বাঙালিরা নির্বাচনে এটিকে আটকাবে।”

সূত্র: ইকোনোমিক টাইমস

এমটিআই