গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলার পর সাঁজোয়া যানে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা -এএফপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বুধবার (১৬ জুলাই) হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ। এতে এখন পর্যন্ত একাধিক মানুষের মৃত্যুর তথ্য জানা গেছে।

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা প্রতিহত করতে পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়। সেগুলোর একটি ছবি তোলেন আলোকচিত্রী অনিক রহমান। যা এএফপির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে ওই ছবির স্থান হিসেবে প্রথমে ‘গোপালগঞ্জ, ভারত’ লিখেছিল এএফপি।

বিষয়টি নজর আসার পরপরই তারা দ্রুত সময়ের মধ্যে সংশোধন করে এবং স্থান হিসেবে ‘গোপালগঞ্জ, বাংলাদেশ’ লিখে দেয়। এছাড়া যাদের সঙ্গে এফপির চুক্তি আছে, তাদের মধ্যে যারা স্থানের জায়গায় ‘গোপালগঞ্জ, ভারত’ লিখেছেন সেটি সংশোধন করতে বলেছে বার্তা সংস্থাটি।

ভুল স্থানসহ ছবিটি। 

ফরাসি বার্তা সংস্থা এএফপির ছবি, সংবাদ ও ভিডিওর সাবস্ক্রিপশন নেওয়া আছে ঢাকা পোস্টের। এএফপির সার্ভারে লগ ইন করে দেখা যায়, ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, “১৬ জুলাই ২০২৫, গোপালগঞ্জে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বানচালের চেষ্টার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে আ. লীগ সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ সময় সেনা সদস্যরা সাঁজোয়া যানে করে একটি রাস্তায় টহল দেন।”

ক্যাপশনে আরও লেখা হয়েছে, “জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি বানচালের চেষ্টার সময় আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাধলে গোপালগঞ্জে অন্তত তিনজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।”— ছবি: অনিক রহমান/এএফপি।

ভুলটি ধরা পড়ার পর এএফপি সংশোধনী দিয়ে বলেছে, সংশোধন : অনিক রহমানের এ ছবির মেটাডাটায় যে ভুল হয়েছে সেটি পরিবর্তন করে ‘গোপালগঞ্জ, ভারত’ এর জায়গায় ‘গোপালগঞ্জ, বাংলাদেশ’ করা হয়েছে। দয়া করে এ মুহূর্তে ভুলটি আপনার অনলাইন সার্ভিস থেকে সংশোধন করুন এবং আপনার সার্ভার থেকে মুছে ফেলুন।

ছবির তথ্য সংশোধন করে দেওয়া নোটিশ। 

তৃতীয় কোনও পক্ষকে ছবি দিয়ে থাকলেও তাদেরও সেটি সংশোধন করতে বলেছে এএফপি। এছাড়া অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে ফরাসি এই বার্তা সংস্থা।

এমটিআই/এসএস