গলায় লোহার চেইন নিয়ে এমআরআই মেশিনের কাছে গিয়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গলায় বড় চেইন থাকায় এমআরআইয়ের শক্তিশালী চুম্বক তাকে টেনে নিয়ে যায়। এরমাধ্যমে প্রকাশ পেয়েছে, এই মেশিনের কাছে যাওয়ার আগে ধাতব পদার্থ আছে কি না সেটি পরীক্ষা করা কতটা গুরত্বপূর্ণ।  

সংবাদমাধ্যম সিএনএন রোববার (২০ জুলাই) জানিয়েছে, ৬১ বছর বয়সী ওই ব্যক্তি গত বৃহস্পতিবার নিহত হন। তিনি তার স্ত্রীকে নিয়ে নিউইয়র্কের ওয়েস্টবারির একটি ল্যাবে যান। সেখানে তার স্ত্রীর হাঁটুর এমআরআই করান। এমআরআই শেষে তার স্ত্রী তাকে সহায়তা করতে ডাকেন। তিনি কাছে যাওয়া মাত্র মেশিনটি তাকে টেনে ভেতরে নিয়ে যায়। পুলিশ বলেছে, ওই ব্যক্তির এমআরআই কক্ষে প্রবেশ করার অনুমতি ছিল না।

দুর্ঘটনার পর পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এরপরের দিন তার মৃত্যু হয়। পুলিশ এখনো ঘটনার তদন্ত করছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তির নাম কেইথ ম্যাকঅ্যালিস্টার। তার স্ত্রী অ্যাডরিনি জোনস জানিয়েছেন, তার হাঁটুর এমআরআই করতে গিয়ে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওই সময় এমআরআই টেকনিশিয়ান এবং তিনি মিলে স্বামীকে ছাড়ানোর চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হন।

ডাক্তাররা রোগীদের সতর্কতা দিয়ে থাকেন এমআরআই কক্ষে কোনোভাবেই থাতব পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না। এমনকি বুকে পেসমেকার এবং হাতে ইনসুলিন পাম্প থাকলেও এমআরআই কক্ষে প্রবেশ না করতে বলা হয়।

ছোট থেকে বড়, এমনকি সামান্য চাবিও এমআরআই রুমে বিপজ্জনক হয়ে উঠতে পারে তা এ দুর্ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে।

সূত্র: সিএনএন

এমটিআই