জরুরি প্রয়োজনে অবতরণ
৩৮ দিন পর ভারত থেকে দেশের উদ্দেশে উড়ল ব্রিটিশ যুদ্ধবিমান
জরুরি প্রয়োজনে যুক্তরাজ্যের ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার বিমান বন্দরে অবতরণ ও টানা ৩৮ দিন অবস্থান করার পর ব্রিটেনের উদ্দেশে রওনা দিয়েছে দেশটির বিমান বাহিনী ব্রিটিশ রয়্যাল নেভির একটি এফ-৩৫ বি যুদ্ধবিমান।
আজ মঙ্গলবার কেরালার থিরুভানান্থাপুরাম বিমানবন্দর থেকে ব্রিটেনের উদ্দেশে রওনা দিয়েছে এই সামরিক উড়োজাহাজটি। ভারতে ব্রিটেনের হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
বিজ্ঞাপন
ব্রিটেনের এই এফ-৩৫ বি যুদ্ধবিমানটি গত ১৪ জুন যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। ভারতের আকাশসীমায় প্রবেশের পর দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জ্বালানির ঘাটতি দেখা দেওয়ায় বিমানটির পাইলট সাহায্যের জন্য এসওএস বার্তা পাঠান। ভারতীয় বিমান বাহিনী সেই আহ্বানে সাড়া দেয় এবং বিমানটিকে কেরালায় জরুরি অবতরণ করতে পাইলটকে সহযোগিতা করে।
অবতরণের পর বিমানটির হাইড্রোলিক যন্ত্রাংশে ত্রুটি ধরা পড়ে। ত্রুটি মেরামতের জন্য গত ৬ জুলাই ভারতে এসে পৌঁছায় ব্রিটিশ প্রকৌশলীদের একটি টিম। তারা ২ সপ্তাহেরও বেশি দিন ধরে কাজ করার পর অবশেষে বিমানটি ওড়ার জন্য সবুজ সংকেত দেন। তার পর আজ ব্রিটেনের উদ্দেশে ছেড়ে গেল বিমানটি।
বিজ্ঞাপন
এই বিমানটি ব্রিটিশ এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ এইচএমএস প্রিন্স অব ওয়েল্স ক্যারিয়ার- এর স্ট্রাইক গ্রুপ বহরের অংশ। গত জুনে ভারতের নৌবাহিনীর সঙ্গে ব্রিটিশ নৌবাহিনীর যৌথ সামরিক মহড়া হয়েছে ইন্দো-প্রশান্ত অঞ্চলে, সেখানেও অংশ নিয়েছিল এটি।
প্রসঙ্গত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট জাতীয় বিমান এফ-৩৫ বি এই মুহূর্তে বিশ্বের অন্যতম দামি এবং উন্নতমানের যুদ্ধবিমান। অত্যন্ত সঙ্কীর্ণ জায়গার মধ্যে থেকেও তা উড়তে বা নামতে পারে। মার্কিন সংস্থা ‘লকহেড মার্টিন’ এই বিমান তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ন্যাটো বাহিনী ব্যতীত অন্য কোনো দেশের কাছে এখনও এই বিমান নেই।
সূত্র : এনডিটিভি
এসএমডব্লিউ