ডাক্তারি পড়তে যেতে পারেন রাশিয়া-ফিলিপাইন-কাজাখস্তানে, খরচ কেমন
সরকারি মেডিকেলে সুযোগ না পেলে অনেক বেসরকারি মেডিকেলে এমবিবিএস ডিগ্রির জন্য ভর্তি হন। তবে দেশে সরকারি ও বেসরকারিতে এমবিবিএসের আসন সীমিত থাকে। এছাড়া খরচেরও একটা বিষয় থাকে। এ কারণে অনেকে চাইলেও আর ডাক্তারি পড়া কঠিন হয়ে পড়ে অথবা একেবারেই হয় না।
তবে ভর্তিচ্ছুরা চাইলে রাশিয়া, ফিলিপাইন এবং কাজাখস্তানে যেতে পারেন। এ দেশগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস ডিগ্রি অর্জনের সুযোগ দেয়।
বিজ্ঞাপন
ফিলিপাইন
ফিলিপাইন কম খরচে ডাক্তারি পড়ার জন্য বিখ্যাত। দেশটির সরকারি ও বেসরকারি মেডিকেলগুলো বছরে প্রায় তিন লাখ টাকা করে নেয়। দেশটিতে এমবিবিএস কোর্সের মেয়াদ ছয় বছর। অর্থাৎ ডাক্তারি পড়তে ফিলিপাইনে টিউশন ফি বাবদ খরচ যাবে প্রায় ১৮ লাখ টাকা।
বিজ্ঞাপন
দেশটির মেডিকেল বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হওয়ার আগে নিশ্চিত হয়ে নিতে হবে এটি সরকার দ্বারা স্বীকৃত কি না।
রাশিয়া
রাশিয়াতে এমবিবিএস কোর্সগুলো সাধারণত ছয় বছর মেয়াদি হয়ে থাকে। সেখানে ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়া হয়। ডাক্তারি পড়তে রাশিয়ায় বছরে সাড়ে চার লাখ থেকে ১২ লাখ টাকা কলেজ ফি লাগতে পারে।
রাশিয়ায় হোস্টেলের খরচ কম। এছাড়া দেশটির সরকারের কাছ থেকেও সহায়তা পাওয়ার সুযোগ থাকে।
কাজাখস্তান
কাজাখস্তানের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো এমবিবিএসের জন্য বছরে সাড়ে চার লাখ থেকে সাড়ে সাত লাখ টাকা করে ফি নিয়ে থাকে। সেখানেও এমবিবিএস কোর্সের মেয়াদ ছয় বছর। অর্থাৎ ডাক্তারি পড়া সম্পূর্ণ করতে দেশটিতে ২৫ থেকে ৪২ লাখ টাকা ফি লাগবে।
টিউশিন ফি-র পাশাপাশি থাকা, খাওয়া, মেডিকেল ইন্সুরেন্স, ভিসা নবায়ন, ভর্তি ফি এবং ভ্রমণ খরচের বিষয়টি মাথায় রাখতে হবে। এসব খরচ জানা থাকলে ডাক্তারি পড়ার বিষয়টি খুব সুন্দরভাবে সম্পন্ন হবে।
এমটিআই