গাজা থেকে ফিরে তীব্র মানসিক অবসাদে ভোগা দখলদার ইসরায়েলের আরেক সেনা আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (৩০ জুলাই) এ দখলদার আত্মহত্যা করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

রই ওয়াসারেস্টেন নামে ২৪ বছর বয়সী এ সেনা ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের হয়ে গাজায় বর্বরতা চালাতে গিয়েছিলেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রই ওয়াসারেস্টেন গাজায় যুদ্ধ শুরুর পর ৩০০ দিনের রিজার্ভ ডিউটি পালন করেন। তিনি গাজা থেকে আহত ও নিহত সেনাদের আনার কাজে সম্পৃক্ত ছিলেন।

গত মে মাসে এ দখলদার রিজার্ভ সেনা হিসেবে তার দায়িত্ব শেষ করেন। ইসরায়েলি সেনাবাহিনী তার পরিবারকে জানিয়েছে, যেহেতু তিনি এ মুহূর্তে সক্রিয় ছিলেন না। তাই তাকে বেসামরিক অনুষ্ঠানে সমাহিত করা হবে। তবে পরবর্তীতে সমালোচনা শুরু হলে সামরিক মর্যদায় তাকে শেষ বিদায় জানানোর সিদ্ধান্ত হয়।

এ সেনার মা বলেছেন, “৭ অক্টোবরের পর সে গোলাগুলির মধ্যে মরদেহ উদ্ধার করেছে। সে ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করেছে। সে গোলাগুলির মাঝে নিজের ট্যাংক থেকে বের হয়ে অন্য সেনাদের অপহরণ ঠেকিয়েছে এবং হাত পা বিচ্ছিন্ন হওয়া সেনাদের উদ্ধার করেছে। যা তার মানসিক স্বাস্থ্যকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সে যখন বাড়িতে ফিরে আসে তখন সেসব দৃশ্য তার মনে রয়ে যায়। যা তাকে আর কখনো ছাড়েনি।”

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৫০ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। যারমধ্যে ১৭ জন গাজায় বর্বরতা চালিয়েছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই