বিমানে আতঙ্কিত যাত্রীকে চড় মারলেন আরেক যাত্রী (ভিডিও)
প্যানিক অ্যাটাক হয়ে আতঙ্কিক হয়ে অস্বাভাবিক আচরণ করছিলেন এক যাত্রী। তাকে ওই সময় বিমান থেকে নামায় সহায়তার চেষ্টা করছিলেন ক্রুরা।
তবে তাকে যখন ক্রুরা ধরে সামনে নিয়ে যাচ্ছিলেন তখন সিটে বসা এক যাত্রী আতঙ্কিত ওই যাত্রীকে চড় মারেন। এর সঙ্গে সঙ্গে অন্য এক যাত্রী এর প্রতিবাদ জানান। এছাড়া ক্রুরাও ওই ব্যক্তিকে শাসান। এছাড়া বিমানের পাইলটও চড় মারা ব্যক্তিকে বিমান থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। এরপর তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (১ আগস্ট) ভারতের মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।
ওই মুহূর্তের ভিডিও করেছেন এক ব্যক্তি। তার ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত যাত্রীকে নিয়ে যাচ্ছেন ক্রুরা। ঠিক ওই সময় উশৃঙ্খল ব্যক্তিটি তাকে চড় মারেন। যিনি ভিডিও করছিলেন তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, “আপনি তাকে মারলেন কেন?” জবাবে উশৃঙ্খল যাত্রীটি বলেন, “তার জন্য আমরা সমস্যায় পড়েছি।”
বিজ্ঞাপন
জবাবে ভিডিও করা যাত্রী বলেন, “হ্যাঁ আমরা সবাই সমস্যা মোকাবেলা করছি। কিন্তু এর অর্থ এ নয় আপনি তাকে আঘাত করবেন।”
আতঙ্কিত যাত্রীর প্যানিক অ্যাটাক হচ্ছে উল্লেখ করে ভিডিও করা যাত্রী বলেন, “তার প্যানিক অ্যাটাক হচ্ছে। তাকে দয়া করে পানি দিন।”
— Adil siddiqui (azmi) (@adilsiddiqui7) August 1, 2025
ইন্ডিগো পরবর্তীতে জানিয়েছে, তারা এ ঘটনা সম্পর্কে অবহিত এবং যে যাত্রী আরেক যাত্রীকে মেরেছেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
এমটিআই