কুমিরের ওপর গাড়ি চালিয়ে দিলেন চালক (ভিডিও)
বন্যার পানিতে ডুবে গেছে রাস্তা। সেটি দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন চালক। তবে ডুবে যাওয়া রাস্তায় যে একটি কুমির বসে আছে, সেটি আর দেখেননি তিনি। এতে করে কুমিরটির ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিয়েছেন ওই চালক।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের কাহিল ক্রসিংয়ে। যেখানে অনেক কুমিরের বসবাস রয়েছে।
বিজ্ঞাপন
পুরো ঘটনাটির ভিডিও করেছেন অপর এক ব্যক্তি। এতে দেখা যাচ্ছে, কালো একটি গাড়ি নিয়ে যাচ্ছেন চালক। ওই সময় তিনি বন্যায় ডোবা রাস্তার অংশটি পার হচ্ছিলেন। তখনই গাড়িটির নিচে বিশালাকৃতির একটি কুমিরকে দেখা যায়।
চালক বুঝতে পারেননি তিনি কুমিরের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছেন। তবে চাকায় কিছু একটা ঠেকেছে টের পেয়ে গাড়িটি কিছুটা পিছে নেন তিনি। তখন কুমিরটি চাকার নিচ থেকে বের হয়। এটি যখন দূরে সরে যাচ্ছিল তখন চালক আবার গাড়ি সামনের দিকে টান দেন। তখন কুমিরটির লেজের অংশ দিয়ে পুরো গাড়িটি যায়। ওই সময় কুমিরটিকে তীব্র যন্ত্রণায় আর্তনাত করতে দেখা যায়।
বিজ্ঞাপন
ভিডিওটি প্রথমে টিকটকে প্রকাশ করেন মাতেও মাস্ট্রাটিসি নামে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, গাড়ির চালক ইচ্ছাকৃতভাবে কুমিরটিকে চাপা দেননি। এছাড়া কুমিরটিকে তিনি দেখতেও পাননি। মাতেও বলেন, “এটি চালকের দোষ নয়। আপনি কুমির দেখতে পারবেন না। আর ক্রসিংটির মাঝে গিয়ে দাঁড়িয়ে যাওয়াও কোনো অপশন ছিল না। তবে কুমিরটি খুব বেশি আহত হয়নি বলে আমার বিশ্বাস।”
এমটিআই