ট্রাম্পের বর্ধিত শুল্ক : ভারতের আশেপাশে রয়েছে যেসব দেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ রপ্তানি শুল্ক চাপিয়েছেন। এর আগে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি, নতুন ঘোষণার পর ভারতীয় পণ্যের ওপর রপ্তানি শুল্ক বেড়ে পৌঁছেছে ৫০ শতাংশে।
আগে যে ২৫ শতাংশ শুল্ক ট্রাম্প চাপিয়েছিলেন, সেটি গত ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। নতুন বর্ধিত শুল্ক কার্যকর হবে আগামী ২১ দিনের মধ্যে।
বিজ্ঞাপন
চলতি বছর ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করার পর শতাধিক দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যেসব দেশের ওপর সবচেয়ে বেশি রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে, আজ থেকে সেসবের শীর্ষে যৌথভাবে অবস্থান করছে ভারত ও ব্রাজিল। কারণ এই দু’টি দেশের ওপরেই ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন।
ভারত এবং ব্রাজিল ব্যতীত আরও যেসব দেশের ওপর চড়া শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন, সেগুলো হলো— সুইজারল্যান্ড (৩৯ শতাংশ), কানাডা (৩৫ শতাংশ), ইরাক (৩৫ শতাংশ) এবং চীন (৩০ শতাংশ)।
বিজ্ঞাপন
অর্থাৎ বর্ধিত শুল্কের হিসেবে এই মুহূর্তে ভারত ও ব্রাজিলের আশে পাশে আছে সুইজারল্যান্ড, কানাডা, ইরাক ও চীন— এই চার দেশ।
ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত ভারতের ওপর ১৫ শতাংশ রপ্তানি শুল্ক ছিল, ব্রাজিলের ওপর ছিল ১০ শতাংশ।
ভারতের ওপর রপ্তানি শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ক্রয়ের ব্যাপারটিকে লক্ষ্যবস্তু করেছে। আমরা ইতোমধ্যে এ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা স্পষ্ট করে জানিয়েছি, আমাদের আমদানি বাজারভিত্তিক এবং ভারতের ১৪০ কোটি মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর উদ্দেশ্য নিয়ে করা হয়। এই অবস্থায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক; বিশেষ করে যখন অন্যান্য অনেক দেশও তাদের জাতীয় স্বার্থে একই রকম পদক্ষেপ নিচ্ছে।’’
সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড
এসএমডব্লিউ