ট্রাম্পের অতিরিক্ত শুল্কের প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ক্রয়ের পরিকল্পনা স্থগিত করছে ভারত?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোর প্রতিক্রিয়ায় দেশটি থেকে অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। এই পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত তিন জন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র ক্রয়ের জন্য চলতি আগস্টের শেষ দিকে ওয়াশিংটন সফরের কথা ছিল ভারতের কেন্দ্রীয় পরিকল্পনামন্ত্রী রাজনাথ সিংয়ের। তবে সেই সফরসূচি বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
ভারতের কেন্দ্রীয় সরকারে পক্ষ থেকে অবশ্য অস্ত্র ক্রয়ের পরিকল্পনা স্থগিত বিষয়ক লিখিত কোনো নির্দেশনা আসেনি; তবে এক কর্মকর্তা বলেছেন, “আমাদের কাছে বিকল্প আছে। তাই শিগগিরই এ বিষয়ে (যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ক্রয়) অগ্রগতির সম্ভাবনা কম।”
তবে রয়টার্স এই প্রতিবেদন প্রকাশের পর ভারতের কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ক্রয় স্থগিতের তথ্যকে ‘মিথ্যা ও বানোয়াট’ উল্লেখ করে বলেছে, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনবে এবং ‘বিদ্যমান পদ্ধতিতে’ এ সংক্রান্ত প্রক্রিয়া অগ্রসর হচ্ছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত বন্ধে প্রাপ্য কৃতিত্ব না দেওয়া এবং নিষেধ করা সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয় অব্যাহত রাখায় ক্ষুব্ধ ট্রাম্প গত ৬ আগস্ট ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক জারি করেন, যা কার্যকর হবে ২৮ আগস্ট থেকে।
গত মার্চে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। ৬ আগস্টের পর এই শুল্কের হার বেড়ে পৌঁছেছে ৫০ শতাংশে, যা ভারতের অর্থনীতির ওপর একটি বড় আঘাত।
সম্প্রতি ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনাও নাকচ করে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগ পর্যন্ত ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমরাস্ত্র না কিনলে অবশ্য ভারতের তেমন কোনো ক্ষতি হবে না। কারণ ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত ভারত তার অধিকাংশ সমরাস্ত্র কেনে রাশিয়ার কাছ থেকে। তাছাড়া গত বেশ কয়েক বছর ধরে অভ্যন্তরীণভাবেও সমরাস্ত্র উৎপাদন করছে ভারত।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ