গবেষকরা বলছেন, মাথা ব্যথা, গলা ব্যথা এবং নাকের চুলকানি এখন যুক্তরাজ্যে করোনা সংক্রমণের সবচেয়ে সাধারণ উপসর্গ। ব্রিটেনে জো কোভিড সিম্পটম নামে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, করোনার ডেল্টা ধরনে আক্রান্ত রোগীদের এসব উপসর্গই বেশি দেখা যাচ্ছে। এই গবেষণাটি পরিচালনা করেছেন অধ্যাপক টিম স্পেকটর।

তিনি বলেছেন, ‘কিন্তু করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হলে তরুণরা অত্যধিক ঠান্ডা অনুভব করতে পারেন। তারা খুব বেশি অসুস্থ বোধ নাও করতে পারেন। তবে তারা সংক্রামক হয়ে উঠতে পারেন এবং অন্যদের জন্য বেশি ঝুঁকির কারণ হতে পারেন।’

কেউ যদি মনে করেন যে করোনা সংক্রমিত হয়েছেন বা হয়ে থাকতে পারেন, তাহলে পরীক্ষা করা উচিত। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বলছে, করোনার সাধারণ কয়েকটি উপসর্গ আছে—

• কাশি
• জ্বর
• স্বাদ অথবা ঘ্রাণ হারিয়ে ফেলা

কিন্তু অধ্যাপক টিম স্পেকটর বলেছেন, এসব উপসর্গ এখন খুব বেশি দেখা যায় না। জোয়ের গবেষক দলের একটি অ্যাপের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে তথ্য নিয়েছেন। তাদের সবাই করোনায় আক্রান্ত হওয়ার উপসর্গগুলো সেই অ্যাপে দিয়েছেন।

তিনি বলেন, মে মাসের শুরু থেকে আমরা অ্যাপ ব্যবহারকারীদের কাছে করোনার উপসর্গের ব্যাপারে জানতে চাই। তাদের সবার একই ধরনের উপসর্গ পাওয়া যায়নি।

করোনার ডেল্টা ধরনের উত্থানের সঙ্গে সঙ্গে উপসর্গে পরিবর্তন দেখা গেছে। করোনার অতি-সংক্রামক এই ধরন প্রথমে ভারতে শনাক্ত হয়। বর্তমানে যুক্তরাজ্যে করোনার এই ধরনের প্রকোপ চলছে। দেশটিতে ৯০ শতাংশ রোগীই ডেল্টায় আক্রান্ত বলে জানিয়েছে এনএইচএস।

অধ্যাপক টিম স্পেকটর বলছেন, জ্বর এখনও সাধারণ উপসর্গ থেকে গেছে। কিন্তু শীর্ষ ১০ উপসর্গের মধ্যে ঘ্রাণ বা স্বাদ হারিয়ে ফেলা উধাও হয়ে গেছে।

তিনি বলেন, করোনার ডেল্টা ধরন একটু ভিন্নভাবে কাজ করছে বলে মনে হচ্ছে। লোকজন ভাবতে পারেন যে, তারা মৌসুমী ঠান্ডায় ভুগছেন। তারা এখনও পার্টিতে যোগ দিচ্ছেন। এর ফলে তারা কমপক্ষে ছয়জনের মাঝে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন।

‌‘আমরা মনে করছি, এটি সমস্যা আরও বাড়িয়ে তুলছে। এখানে একটি বার্তা হলো— আপনি যদি তরুণ হয়ে থাকেন, তাহলে আপনি মৃদু উপসর্গে ভুগতে যাচ্ছেন। খুব ঠান্ডা লাগার অথবা মজার অনুভূতি হতে পারে। বাড়িতে অবস্থান এবং করোনা পরীক্ষা করুন।’

পেশী ব্যথা

করোনার ব্রিটিশ ধরন আলফার প্রকোপের সময় যুক্তরাজ্য ইংল্যান্ডের ১০ লাখের বেশি মানুষের ওপর একই ধরনের একটি গবেষণা পরিচালনা করেছে ইমপেরিয়াল কলেজ লন্ডন। তারা করোনার অতিরিক্ত আরও বেশ কিছু উপসর্গ পেয়েছেন সেই গবেষণায়।
 
সাধারণ উপসর্গের পাশাপাশি শরীর ঠান্ডা হয়ে যাওয়া, ক্ষুধামন্দা, মাথাব্যথা, পেশী ব্যথাকে করোনায় আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ হিসেবে দেখতে পান গবেষকরা।

করোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসর্গগুলো হলো—

• অনবরত কাশি
• তীব্র জ্বর
• স্বাদ অথবা ঘ্রাণ হারানো অথবা পরিবর্তন

গবেষকরা বলছেন, করোনার আরও অন্যান্য কিছু উপসর্গ আছে। তবে এসব উপসর্গের অন্য কারণও থাকতে পারে। উপসর্গগুলো উদ্বেগজনক হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।

সূত্র: বিবিসি।

এসএস