জাতিসংঘের প্রত্যেকটি সদস্য দেশের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন বেশিরভাগ আমেরিকান। শুধু তাই নয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়াও মাত্রাতিরিক্ত বলেও মনে করেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের চালানো এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

রয়টার্স/ইপসোসের নতুন জরিপ অনুযায়ী, জাতিসংঘের প্রতিটি সদস্যের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন ৫৮ শতাংশ আমেরিকান। প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েল ও হামাসের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝে জরিপের এই ফল প্রকাশ করা হয়েছে।

তবে জরিপে অংশ নেওয়া অন্তত ৩৩ শতাংশ আমেরিকান ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রশ্নের কোনও জবাব দেননি ৯ শতাংশ আমেরিকান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা, ব্রিটেন ও ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এসব দেশের ঘোষণার মাঝে রয়টার্স-ইপসোসের ওই জরিপ পরিচালনা করা হয়। ছয় দিন ধরে চালানো জরিপ গত সোমবার শেষ হয়েছে। গাজায় ব্যাপক অনাহারের মাঝে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি করেছে।

এই জরিপ এমন সময়ে পরিচালিত হয়েছে, যখন ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে আশা দেখা দিয়েছিল। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে অবরুদ্ধ উপত্যকায় সংঘাতে বিরতি, কিছু জিম্মির মুক্তি ও মানবিক সহায়তার চালান সহজে প্রবেশ করতে পারবে।

মঙ্গলবার ইসরায়েলি দুই কর্মকর্তা বলেছেন, ইসরায়েল হামাসের প্রস্তাবিত চুক্তির জবাব পর্যালোচনা করছে, যেখানে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং গাজায় আটক অর্ধেক ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

গত সপ্তাহে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও তাদের কয়েকজন ইউরোপীয় মিত্র বলেছিল, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সংকট ‘‘অকল্পনীয় পর্যায়ে’’ পৌঁছেছে। আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থাও সতর্ক করে দিয়ে বলেছে, গাজার বাসিন্দারা দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছেন।

রয়টার্স/ইপসোসের জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ আমেরিকান বলেছেন, গাজায় অনাহারে থাকা মানুষদের সহায়তায় পদক্ষেপ নেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। যদিও ২৮ শতাংশ আমেরিকান এই পদক্ষেপের বিরোধী বলে মত দিয়েছেন।ভিন্নমত পোষণকারীদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলীয় সমর্থকদের হার অন্তত ৪১ শতাংশ।

ট্রাম্প ও তার অনেক রিপাবলিকান সহযোগী ‘‘আমেরিকা ফার্স্ট’’ নীতিতে বিশ্বাস করেন। তারা মনে করেন, যুক্তরাষ্ট্রের অর্থ কেবল আমেরিকানদের জন্য ব্যয় হওয়া উচিত, বাইরের জন্য নয়। এ কারণে তারা আন্তর্জাতিক খাদ্য ও চিকিৎসা সহায়তা কর্মসূচিতে বড় কাটছাঁটের পক্ষে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে ১ হাজার ২০০ মানুষকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে গাজায় ধরে নিয়ে যায়। এরপর সেদিনই এই উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের অভিযানে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হয়েছে গাজা। সেখানকার ২৩ লাখ বাসিন্দার বেশিরভাগই বর্তমানে বাস্তুচ্যুত বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

জরিপে দেখা যায়, ৫৯ শতাংশ আমেরিকান গাজায় ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়া মাত্রাতিরিক্ত হয়েছে বলে মনে করেন। আর ৩৩ শতাংশ এই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পরিচালিত রয়টার্স/ইপসোসের একই ধরনের এক জরিপে ৫৩ শতাংশ আমেরিকান বলেছিলেন, গাজায় ইসরায়েল অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। আর ৪২ শতাংশ দ্বিমত পোষণ করেছিলেন।

রয়টার্স/ইপসোসের নতুন এই জরিপে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৪৪৬ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন।

সূত্র: রয়টার্স।

এসএস