যুক্তরাষ্ট্রকে ‘একগুঁয়ে দুর্বৃত্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শু ফেইহং। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বরাবরই মুক্তবাণিজ্যের সুবিধা ভোগ করেছে, কিন্তু এখন তারা শুল্ককে ‘দর-কষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে। এছাড়া ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের নিন্দা জানিয়েছেন এ কূটনীতিক। তিনি জানান, এমন মুহূর্তে ভারতের পাশে থাকবে চীন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন শু ফেইহং।

তিনি বলেন “চীন দৃঢ়ভাবে ভারতের পাশে থাকবে। এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির দুটি ইঞ্জিন হলো ভারত ও চীন।”

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমালোচনা করে শু ফেইহং বলেন, “যুক্তরাষ্ট্র দীর্ঘকাল মুক্তবাণিজ্য থেকে অনেক লাভবান হয়েছে, কিন্তু এখন তারা বিভিন্ন দেশের কাছে অতিরিক্ত দাম চাওয়ার জন্য শুল্ককে দর-কষাকষির হাতিয়ার বানাচ্ছে। যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছে এবং আরও শুল্ক বাড়ানোর হুমকিও দিয়েছে। চীন এর তীব্র বিরোধিতা করে। এমন কাজের মুখে চুপ থাকলে এই দুর্বৃত্ত আরও বেপরোয়া হয়ে উঠবে। বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা টিকিয়ে রাখতে চীন দৃঢ়ভাবে ভারতের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে, আর এই কারণে উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভারতের ঐক্যবদ্ধ হওয়া এবং একে অপরের সঙ্গে সহযোগিতা করা উচিত।”

চীন ও ভারত এক থাকলে এশিয়া সমৃদ্ধ হবে উল্লেখ করে  শু বলেন, “চীন ও ভারতের বন্ধুত্ব এশিয়ার জন্য ভালো। আমরা এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির দুটি ইঞ্জিন। ভারত ও চীনের ঐক্য পুরো বিশ্বের জন্য কল্যাণকর।”

বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে দক্ষিণ এশিয়ার এ দুই দেশের দেশের মধ্যে সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলে, “একটি সমতাপূর্ণ ও সুশৃঙ্খল বহুমুখী বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ভারত ও চীনের কাঁধে রয়েছে।”

সূত্র: এএনআই

এমটিআই