দখলদার ইসরায়েলের সেনাদের হামলায় গাজায় এখন পর্যন্ত যত মানুষ মারা গেছেন তাদের ছয়জনের পাঁচজন বেসামরিক সাধারণ মানুষ। ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের গোপন নথি থেকেই জানা গেছে এমন ভয়াবহ তথ্য। যা আধুনিক বিশ্বের কোনো যুদ্ধে এত বেশি বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালের ১৯ মে পর্যন্ত যে তথ্য ইসরায়েলি গোয়েন্দারা নথিভুক্ত করেছে তাদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের ৮ হাজার ৯০০ যোদ্ধা ‘নিহত’ অথবা ‘খুব সম্ভবত নিহত’ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ওই সময় পর্যন্ত উপত্যকাটিতে ৫৩ হাজার মানুষ নিহত হওয়ার তথ্য জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যারমধ্যে সামরিক ও বেসামরিক উভয় মানুষই আছেন।

ইসরায়েলি গোয়েন্দাদের ডাটাবেজে নিহত হামাস ও ইসলামিক জিহাদের যেসব যোদ্ধাদের নাম আছে, সেটি তুলনা করলে দেখা যাচ্ছে, মোট নিহতের মাত্র ১৭ শতাংশ হলো যোদ্ধা। আর বাকি ৮৩ শতাংশই বেসামরিক মানুষ।

সিরিয়া এবং সুদানে ভয়াবহ গৃহযুদ্ধে যত বেসামরিক মানুষ নিহত হয়েছেন তার তুলনায়ও গাজায় সাধারণ মানুষের মৃত্যু বেশি। অথচ সেখানে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে।

গণহত্যা বিশেষজ্ঞ, আইনজীবী, মানবাধিকার কর্মী এমনকি ইসরায়েলি অ্যাকাডেমিকরাও বলেছেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।

দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান। তবে তারা তাদের নিজস্ব ডাটাবেজের তথ্যই অস্বীকার করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমটিআই