তুরস্কে বিয়ে করে ফেরার পথে নববধূর এক নারী আত্মীয়ের গুলিতে সদ্য বিবাহিত বর নিহত হয়েছেন। তুরস্কের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর যখন তার নতুন বধূকে নিয়ে ফিরছিলেন তখন উল্লাসের জন্য ছোড়া গুলি এসে তার গায়ে লাগে। ওই গুলিতে আহত হয়ে প্রাণ যায় তার।

ওই বরের নাম আলী কে বলে জানা গেছে। তার বয়স ছিল মাত্র ২৩ বছর।

তুরস্ক, পাকিস্তান ও আরবের দেশগুলোতে বিয়েতে রাইফেল, পিস্তলসহ অন্যান্য মারণাস্ত্র থেকে গুলি ছুড়ে উল্লাস করা হয়।

মর্মান্তিক এ ঘটনায় বরের মৃত্যুর পর ৪৭ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর অভিযান চালানোর সময় তার বাগান থেকে অনিবন্ধিত দুটি পিস্তল উদ্ধার করা হয়।

তুরস্কের কৃষ্ণসাগরীয় অঞ্চলগুলোর বিয়েবাড়িতে গুলি ছুড়ে এমন উল্লাস করার ঘটনা খুবই স্বাভাবিক। তবে আলীর বিয়েতে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা।

গত সপ্তাহে দেশটির ত্রাবজান প্রদেশে এক ব্যক্তি একই ধরনের ঘটনায় প্রাণ হারান। এছাড়া দুজন গুলিবিদ্ধ হন।

এরপর ওই বিয়ে বাতিল করা হয়। এছাড়া যে দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন পুলিশ অফিসার। তাকে এ ঘটনায় আটক করা হয়।

সূত্র: এএফপি

এমটিআই