ইউক্রেনে বাফার জোনে বাংলাদেশি ও সৌদি সৈন্য মোতায়েনের ভাবনা
ইউক্রেন ও রাশিয়ার মাঝে কোনও শান্তি চুক্তি হলে সেখানে যে বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল তৈরি হবে, তা পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র। আর এই বাফার জোনে বাংলাদেশ ও সৌদি আরবের মতো দেশ থেকে সৈন্য পাঠানো হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে ইউক্রেনকে রক্ষার জন্য বিশাল বেসামরিক এলাকাজুড়ে প্রস্তাবিত এই বাফার জোন তৈরি করা হবে।
বিজ্ঞাপন
এই বাফার জোনে এক বা একাধিক ন্যাটো বহির্ভূত দেশ যেমন- সৌদি আরব কিংবা বাংলাদেশের সৈন্যদের মোতায়েন করা হতে পারে। এমন পরিকল্পনার বিষয়ে অবগত অন্তত চারটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ শুক্রবার ওই প্রতিবেদন প্রকাশ করেছে।
পৃথক এক প্রতিবেদনে এনবিসি নিউজ বলেছে, বর্তমানে সংঘাতের অবসান কিংবা রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের মধ্যে বৈঠকের ব্যবস্থা করার সম্ভাবনা নিয়ে ক্রমান্বয়ে হতাশ হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
গত মাসে আলাস্কায় শীর্ষ এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত মস্কোর শর্ত শিথিলের কিংবা বৈঠকে রাজি হচ্ছে—এমন কোনও প্রকাশ্য ইঙ্গিত দেখা যায়নি।
রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। হোয়াইট হাউসও নিয়মিত অফিস সময়ের বাইরে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
এসএস