সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর -ছবি সংগৃহীত

নিজ দেশ থেকে অনেক স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। ইচ্ছে ছিল নিজের ভাগ্যের চাকা ঘোরানোর পাশাপাশি পরিবারকে স্বচ্ছল করবেন।

তবে আমিরাতে আসার দিনই এক মিসরীয় তরুণ প্রবাসীর মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

তার নাম এখনো প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, মিসরীয় তরুণ দুবাইয়ে আসেন। এর কিছুক্ষণ পরই তিনি ঘুমাতে যান। ওই ঘুমই ছিল তার শেষ ঘুম। এরপর তিনি আর জেগে ওঠেননি।

মিসরের ইনফ্লুয়েন্সার ও মিডিয়া ব্যক্তিত্ব এল গোহারি ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যেখানে তরুণের নতুন জীবন শুরু হওয়ার কথা ছিল। সেখানে তার জীবন আকস্মিকভাবে থেমে গেছে।

এল গোহারি এ ঘটনা জানতে পেরে ওই তরুণের মরদেহ নিজ দেশে ফেরত আনার উদ্যোগ নেন। তাকে এ দায়িত্ব দেয় তার পরিবার। এরপর পাঁচদিনে তিনি মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।

শুধু তার মরদেহ ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়ের বাইরেও খোলা ছিল দুবাইয়ের মিসরীয় কনস্যুলেট। একই সময়ে, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত শেরিফ ইসা এবং দুবাই পুলিশ এই প্রত্যাবাসন দ্রুত সম্পন্ন করতে একসঙ্গে কাজ করেছেন। এল গোহারি বলেন, “কেউই বিশ্বাস করতে পারছিল না যে এই যুবকটি মাত্র এসেছে, আর এত তাড়াতাড়ি তাকে চলে যেতে হলো।”

সূত্র: গালফ নিউজ

এমটিআই