নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ‘উদ্বিগ্ন’ ইসরায়েলি সেটলারদের নেতা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ‘খুবই উদ্বিগ্ন’ বোধ করছেন ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের (সেটলার) নেতা ইয়োসি দাগান। তার আশঙ্কা, নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্থাপনের অনুমতি দিয়ে দিতে পারে।
গতকাল রোববার নিউইয়র্কে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন দাগানসহ ইসরায়েলি বসতি স্থাপন কয়েকজন নেতা। বৈঠক শেষে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত নিউজকে তিনি বলেন, “আমাদের বৈঠকটি বেশ দীর্ঘ ছিল এবং বৈঠক শেষে আমরা বেশ উদ্বিগ্ন বোধ করছি।”
বিজ্ঞাপন
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর পশ্চিম তীর এলাকায় নিজেদের দখলকৃত এলাকা সম্প্রসারণে জোর দেয় ইসরায়েল। বেশ কয়েকটি নতুন আবাসন পরিকল্পনা পাস করে মন্ত্রিসভা। সেসব পরিকল্পনার বাস্তবায়নও শুরু হয়েছিল, তবে আন্তর্জাতিক চাপের মুখে বর্তমানে তা স্থগিত আছে।
নেতানিয়াহুর সঙ্গে আলোচনার সময় ব্যাপারটি তুলেছিলেন তিনি ও অন্যান্য বসতি স্থাপনকারী নেতারা এবং জানতে চেয়েছিলেন যে কবে নাগাদ এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে। নেতানিয়াহু তাদের কথা শুনেছেন, কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণায় অপারগতা প্রকাশ করেছেন বলে ইয়েনেতকে জানিয়েছেন দাগান।
বিজ্ঞাপন
“আমার সন্দেহ হচ্ছে, এই সরকার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদনপত্রে স্বাক্ষর করে ফেলবে। যদি তা ঘটে, তাহলে আরেকটি ৭ অক্টোবর নেমে আসবে”, ইয়েনেত নিউজকে বলেন দাগান।
সূত্র : টাইমস অব ইসরায়েল
এসএমডব্লিউ