পণ্য দেওয়ার সময় নারীকে ইচ্ছে করে স্পর্শ করল ডেলিভারিম্যান (ভিডিও)
ভারতে পণ্য ডেলিভারি দেওয়ার সময় এক নারীর স্পর্শকাতর স্থানে ইচ্ছে করে হাত দিয়েছে এক ডেলিভারিম্যান। যা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে।
এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যম এক্সে প্রকাশ করেছেন ওই নারী। তিনি অভিযোগ করেছেন, ডেলিভারিম্যান পার্সেল দেওয়ার সময় তার বুকে হাত দেয়। ওই সময় তিনি সাথে সাথে পেছনে সরে যান।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যাচ্ছে, ব্লিংকিট নামের ওই ডেলিভারি কোম্পানির ডেলিভারিম্যান পার্সেল ডেলিভারি করছেন। ওই সময় তিনি অনেকটা ইচ্ছাকৃতভাবে তার বুকে হাত দেন।
এ নারী অভিযোগ করেছেন, কোম্পানিটিকে প্রথমে তিনি মৌখিক অভিযোগ দেন। কিন্তু তারা প্রথমে বিষয়টি আমলে নেয়নি। এরপর ভিডিওসহ প্রমাণ দিলে ওই ডেলিভারিম্যানকে বরখাস্ত করা হয়।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, “ব্লিংকিট থেকে অর্ডার করার সময় আমার সাথে আজ এমনটি হয়েছে। ডেলিভারিম্যান আবারও আমাকে আমার ঠিকানা জিজ্ঞেস করে এবং আমাকে অনুপযুক্তভাবে স্পর্শ করে। এটি গ্রহণযোগ্য নয়। ব্লিংকিট তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। ভারতে নারীর নিরাপত্তা কি কোনো মজা?”
— S (@eternalxflames_) October 3, 2025
পরবর্তীতে এ নারীর কাছে ক্ষমা চায় ব্লিংকিট। এছাড়া ডেলিভারিম্যানকে বরখাস্তের তথ্যও জানায় তারা। এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগও করতে বলে কোম্পানিটি।
এ ঘটনা জানতে পেরে মুম্বাই পুলিশ নারীটিকে সহায়তার আগ্রহ দেখায়। মুম্বাই পুলিশ তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে লিখেছে, “আমরা আপনাকে ফলো করেছি। সরাসরি যোগাযোগ করে আমাদের আপনার বিস্তারিত ঠিকানা দিন।”
তবে তার এ ভিডিও নিয়ে সামাজিকমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। কেউ বলছেন ওই ডেলিভারিম্যান ইচ্ছাকৃতভাবে তাকে স্পর্শ করেনি। তবে বেশিরভাগ মানুষ বলেছেন, ভিডিও দেখা স্পষ্ট বোঝা যাচ্ছে এটি ইচ্ছাকৃত কাজ ছিল।
সূত্র: এনডিটিভি
এমটিআই