ফিলিস্তিনের গাজা উপত্যকায় কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চূড়ান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নোবেল কমিটির উদ্দেশে এ আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

এক্সবার্তায় নেতানিয়াহু বলেন, “ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিন। তিনি এ পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন।”

পোস্টের সঙ্গে একটি ছবিও সংযুক্ত করেছেন নেতানিয়াহু। সেই ছবিতে দেখা যাচ্ছে, বড় আকারের একটি মেডেল গলায় ঝুলিয়ে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। মেডেলটি আসালে নোবেল পুরস্কারের জনক আলফ্রেড নোবেলের মুখের আদলে তৈরি স্বর্ণমুদ্রার একটি রেপ্লিকা।

সেই মেডেল পরা ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আন্তরিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু। তাদের দুজনকে ঘিরে রেখেছে একটি দল, সেই দলের লোকজন হাততালি দিচ্ছেন। তাদের কয়েক জনের হাতে ইসরায়েলের পতাকা। পেছনে ব্যাকস্ক্রিনে বড় অক্ষরে লেখা, ‘পিস থ্রো স্ট্রেংন্থ’।  সব মিলিয়ে বোঝা যাচ্ছে, কোনো উৎসব বা উদযাপন সংক্রান্ত একটি ছবি।

প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল প্রদানের জন্য এটি নেতানিয়াহুর দ্বিতীয় আহ্বান। এর আগে গত মে মাসে ভারত ও পাকিস্তানে সংঘাত থামাতে মধ্যস্থতার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নোবেল প্রদানের আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ছবিটি পোস্ট করার পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। অজস্র লাইক ও প্রতিক্রিয়া আসতে থাকে সেই ছবিটির কমেন্ট বক্সে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ট্রাম্প পরিষ্কার ভাষায় বলেছেন, তিনি মনে করেন, এই মর্যাদাপূর্ণ পুরস্কার তারই প্রাপ্য। কারণ তার দাবি, তিনি অন্তত ‌‘সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন।’

গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময়ও বিষয়টি সামনে এনেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে দাবি করেছিলেন, কম্বোডিয়া ও থাইল্যান্ড; কসোভো ও সার্বিয়া; গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) ও রুয়ান্ডা; পাকিস্তান ও ভারত; ইসরায়েল ও ইরান; মিসর ও ইথিওপিয়া এবং আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধ বন্ধ করেছেন তিনি।

“মাত্র ৭ মাসে আমি ৭টি যুদ্ধ থামিয়েছি। এই যুদ্ধগুলো কোনোভাবেই শেষ হওয়ার পর্যায়ে ‍ছিল না। কোনোটি চলছিল ৩১ বছর ধরে, কোনোটি বা ৩৬ বছর ধরে। প্রতিটি যুদ্ধেই হাজার হাজার মানুষ নিহত হয়েছেন”, জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বলেছিলেন ট্রাম্প।

সূত্র : এএফপি

এসএমডব্লিউ