ভারতের পশ্চিমবঙ্গে কাকদ্বীপে একটি কালী দেবীর একটি ভাঙা প্রতিমা পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়ায় উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার (২২ অক্টোবর) একটি মন্দিরে ভাঙা প্রতীমা নিয়ে সাধারণ মানুষ উত্তেজিত হন। তখন সেটি সেখান থেকে সরিয়ে আনে পুলিশ।

এ ঘটনায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়কে একহাত নিয়েছে বিজেপি। অপরদিকে তৃণমূল অভিযোগ করেছে, এ নিয়ে বিজেপি রাজনীতি করছে।

মমতার সমালোচনা করে বিজেপির অমিত মালভিয়া এক্সে লিখেছেন, “মমতা ব্যানার্জির পুলিশ মা কালীকে ভ্যানে করে নিয়ে গেছে! লজ্জা লজ্জা। এই লজ্জা লুকানোর কোনো জায়গা নেই।

বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দ অধিকারী এক্সে লিখেছেন, “পুলিশ প্রথমে গ্রামবাসীকে উস্কানি দেয় এবং মন্দিরের দরজায় তালা লাগায়। কিন্তু স্থানীয়দের প্রতিবাদের মুখে দরজা খুলতে বাধ্য হয় তারা। অপরাধীদের গ্রেপ্তার না করে তারা কালীর প্রতিমা ভ্যানে করে নিয়ে গেছে এবং সাত হিন্দু প্রতিবাদকারীকে আটক করেছে।”

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, “উগ্রবাদীদের খুশি করার একটি জঘন্য কাজ এটি। তৃণমূল কংগ্রেস একাধিকবার সনাতনী হিন্দুদের বিশ্বাসের ওপর আঘাত হানার চেস্টা করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এ ধরনের অপমানজনক চিত্র কখনো দেখা যায়নি। মা কালীর প্রতিমা পুলিশের প্রিজন ভ্যানে রাখা হয়েছে! এটি শুধুমাত্র নিন্দনীয় কাজই নয়, এটি সব বিশ্বাসীকে লজ্জায় মাথা লুকাতে বাধ্য করেছে।”

সূত্র: এনডিটিভি

এমটিআই