যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, তার আশা একদিন তার স্ত্রী ঊষা ভান্স খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হবেন। ভারতীয় বংশোদ্ভূত ঊষা হিন্দু পরিবারে বেড়ে উঠলেও বর্তমানে তিনি কোনো ধর্ম বিশ্বাস করেন না।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৯ অক্টোবর) এক অনুষ্ঠানে তাকে একজন প্রশ্ন করেন— ঊষা খ্রিষ্টান ধর্ম গ্রহণ করবেন এমনটি চান কি না? জবাবে ভান্স বলেন, “এখন, বেশিরভাগ রোববারই ঊষা আমার সঙ্গে গির্জায় যায়। আমি ওকে আগেও বলেছি, সবার সামনেও বলেছি, আর আজ আবারও সবার সামনেও বলছি—আমি মনেপ্রাণে চাই যে, গির্জায় গিয়ে আমার ভেতর ইশ্বর নিয়ে বিশ্বাস তৈরি হয়েছে, সেও কোনো না কোনোভাবে একই বিশ্বাসে প্রভাবিত হবে? হ্যাঁ, আমি সেটাই মন থেকে চাই। কারণ আমি খ্রিষ্টান ধর্মের মূল বিশ্বাসে ভরসা রাখি এবং আমি আশা করি যে ধীরে ধীরে আমার স্ত্রীও এই বিশ্বাসে বিশ্বাসী হবে।"]

তবে স্ত্রীর ধর্মের বিশ্বাস এখন নিজের ওপর কোনো প্রভাব ফেলে না বলে জানিয়েছেন ভান্স। ফলে ধর্ম বিশ্বাস পরিবর্তন না করলেও কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, “যদি সে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত না হয়, ঈশ্বর বলেছেন ধর্ম বিশ্বাসে সবার নিজস্ব ইচ্ছা রয়েছে, তাই বিষয়টি আমার জন্য কোনো সমস্যা করে না।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ২০১৯ সালে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হন। তার স্ত্রী ঊষা নাস্তিক হলেও, নিজের সন্তানদের খ্রিষ্টান হিসেবে বড় করছেন তিনি। এমনকি তার সন্তানরা খ্রিষ্টান স্কুলে পড়াশোনা করে।

এমটিআই