ভারতে মর্মান্তিক ঘটনা
ট্রেন দেখে আরেক লাইনে তিন শিশু, সেখানে অন্য ট্রেনে কাটা পড়ল তারা
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ট্রেনের নিচে কাটা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২ নভেম্বর) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, মুর্শিদাবাদের শমশেরগঞ্জের আজিমগঞ্জের কাছে রেললাইন পার হতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সেখনে রেললাইনের নিচে একটি আন্ডাসপাস ছিল। যেখান দিয়ে এক গ্রামের বাসিন্দারা আরেক গ্রামে যেতেন। কিন্তু সম্প্রতি বৃষ্টিপাতের কারণে আন্ডারপাসটি পানির নিচে তলিয়ে যায়। এতে করে সবাইকে বাধ্য হয়ে রেললাইন পার হয়ে এক পাশ থেকে আরেক পাশে যেতে হচ্ছিল।
নিহত শিশুদের নাম রিহাত শেখ (৬), জিসান শেখ (৭) এবং রিয়ান শেখ (৮)। তাদের সঙ্গে মোবারক শেখ নাম ৮ বছর বয়সী আরেক শিশু ছিল। মর্মান্তিক এ ঘটনায় মোবারক বেঁচে গেলেও তার অবস্থা বেশ সংকটাপন্ন। তারা সবাই বন্ধু ছিল। বিকেলে খেলতে বের হয়ে রেললাইন পার হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিল তারা।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ শিশুরা যে লাইনে ছিল সেখান দিয়ে তারা একটি মালগাড়ি আসতে দেখে। তখন লাইনটি থেকে সরে গিয়ে পাশের লাইনে যায় তারা। কিন্তু কোনো কিছু বোঝার আগেই ওই লাইন দিয়ে একটি দ্রুতগতির এক্সপ্রেস ট্রেন এসে তাদের ওপর দিয়ে চলে যায়।
নিহত জিসানের বাবা বলেছেন, “এই শিশুরা একসঙ্গে খেলছিল। এক পর্যায়ে রেললাইন পার হয়ে পাশের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। যখন তারা মালবাহী ট্রেন আসতে দেখে, নিরাপত্তার জন্য তারা পাশের লাইনে চলে যায়। কিন্তু একই সময় সেখানে আরেকটি ট্রেন চলে আসে। নিজেদের বাঁচানোর কোনো সুযোগই তারা পায়নি।”
এসকে সামসুদ্দিন নামে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে রেললাইনের নিচ দিয়ে একটি আন্ডারপাস বানানোর পর লেভেল ক্রসিং বন্ধ করে দেওয় হয়। সবকিছু ঠিক ছিল। মানুষ আন্ডারপাস ব্যবহার করছিল। কিন্তু অতিবৃষ্টিতে আন্ডারপাসটি পানিতে তলিয়ে গেলে গ্রামবাসীকে বাধ্য হয়ে অবৈধভাবে রেললাইন পার হতে হচ্ছিল। বড়রা রেললাইন পার হওয়ায় এ শিশুরাও ওইভাবে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিল। তিনটি তরুণ প্রাণ চলে গেছে যা অত্যন্ত বেদনাদায়ক। এক শিশু বেঁচে গেছে। কিন্তু সে মারাত্মকভাবে আহত হয়েছে।”
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া
এমটিআই