প্রাধান্য দেওয়া হবে দক্ষ কর্মীদের
‘গণহারে’ অভিবাসী শিক্ষার্থী নেওয়া বন্ধ করছে কানাডা
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ কানাডায় যাওয়ার চেষ্টা করেন। যাদের বড় একটি অংশ শিক্ষার্থী। তারা কানাডায় পড়তে গিয়ে দেশটিতে থিতু হন।
তবে এই সুযোগ বন্ধ করতে যাচ্ছে কানাডা। এখন থেকে দক্ষ কর্মীরাই শুধু দেশটিতে সহজে যেতে পারবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের এইচ-১বি যেসব ভিসাধারী আছেন তাদের দ্রুত সময়ে নিজেদের দেশে নিয়ে যেতে চায় অটোয়া। এরমাধ্যমে বলতে গেলে শিক্ষার্থীদের জন্য কানাডার দরজা বন্ধ হয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, কানাডা আগামী বছর থেকে অস্থায়ী অভিবাসীর সংখ্যা ২৫ থেকে ৩২ শতাংশ কমানোর পরিকল্পনা করছে। এর বদলে দক্ষদের নেওয়া হবে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার প্রথম বাজেটে দক্ষ কর্মীদের কানাডায় নিতে বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন।
বিজ্ঞাপন
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, অভিবাসী শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে দক্ষ কর্মীদের আসার ব্যবস্থা ঠিক রাখা হবে।
কানাডা আগামী বছর মাত্র ৩ লাখ ৮৫ হাজার অভিবাসী নেবে। অথচ আগে পরিকল্পনা ছিল প্রায় সাড়ে পাঁচ লাখ অভিবাসী নেওয়ার। এখন এ সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে।
আর যে ৩ লাখ ৮৫ হাজার অভিবাসী সুযোগ পাবেন তারমধ্যে শিক্ষার্থীর সংখ্যা থাকবে মাত্র ১ লাখ ৫৫ হাজার। আর অস্থায়ী কর্মীর সংখ্যা থাকবে ২ লাখ ৩০ হাজার।
২০২৭ সালে এই সংখ্যা আরও কমবে। ওই বছর মাত্র দেড় লাখ শিক্ষার্থী এবং ২ লাখ ২০ হাজার মানুষ কাজের জন্য যেতে পারবেন।
অপরদিকে ২০২৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের এইচ-১ বি ভিসাধারী ও অন্যান্য কাজে দক্ষ ৩৩ হাজার মানুষকে কানাডায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমটিআই