অস্ত্রের বিনিময়ে তাদের মুক্তির প্রস্তাব মিসরের
সুড়ঙ্গের ভেতর আটকে আছেন কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধা
সুড়ঙ্গের ভেতর হামাসের এক যোদ্ধা -পুরোনো ছবি/রয়টার্স
অবরুদ্ধ গাজা উপত্যকার রাফার সুড়ঙ্গের ভেতর আটকে আছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েক ডজন যোদ্ধা। রাফা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে থাকায় যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও ওই যোদ্ধারা বের হতে পারছেন না।
তারা যেন সেখান থেকে বের হয়ে যেতে পারেন সেজন্য একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী মিসর। দেশটি বলেছে, হামাস যোদ্ধাদের প্রস্তাব দেওয়া হবে যদি তারা অস্ত্র জমা দেয় তাহলে তাদের সুড়ঙ্গ থেকে বের হয়ে যেতে দেওয়া হবে। তবে শর্ত অনুযায়ী সুড়ঙ্গ থেকে বেরিয়ে তাদের গাজাও ছাড়তে হবে।
বিজ্ঞাপন
বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানিয়েছে, যুদ্ধবিরতির সময় দখলদার ইসরায়েল যে কথিত ‘হলুদ লাইন’ স্থাপন করেছে, রাফার সেসব স্থানে হামাস যোদ্ধারা আটকে আছেন।
এ বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা দ্বিধাবিভক্ত হয়ে আছেন। কেউ বলছেন, হামাস যোদ্ধাদের তারা বের হতে দেবেন না। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এখন এসব যোদ্ধাকে নিরাপদে বের হতে ইসরায়েলকে চাপ দিচ্ছে। তবে ইসরায়েল এর বিনিময়ে অন্য কিছু আদায় করে নিতে চাচ্ছে।
বিজ্ঞাপন
গতকাল ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, যদি তাদের সেনা হাদার গোল্ডিনের দেহাবশেষ হামাস ফেরত দেয় তাহলে আটকে পড়া যোদ্ধাদের তারা নিরাপদে সরে যেতে দেবেন।
সূত্র: রয়টার্স
এমটিআই