১১ বছর আগে নিহত ইসরায়েলি সেনার মরদেহের খোঁজ মিলল
সুড়ঙ্গে আটকে থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের বের হওয়ার সুযোগ তৈরি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা এলাকা থেকে ১১ বছর আগে নিহত এক ইসরায়েলি সেনার মরদেহ খুঁজে বের করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। লেফটেনেন্ট হাদার গোল্ডিন নামে এ সেনা ২০১৪ গাজা যুদ্ধের সময় হামাসের হাতে প্রাণ হারান। এরপর তার মরদেহ নিয়ে যায় হামাস যোদ্ধারা।
রাফার যেসব অঞ্চল ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে সেসব জায়গায় আজ জিম্মিদের মরদেহ খুঁজতে যায় হামাস সদস্যরা। তখনই এই ইসরায়েলি সেনার মরদেহ খুঁজে বের করেন তারা।
বিজ্ঞাপন
এদিকে গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার সুড়ঙ্গের ভেতর ১০০ থেকে ২০০ হামাস যোদ্ধা আটকে পড়েন। তাদের নিরাপদে সরে যেতে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরায়েলি সেনাপ্রদান ইয়াল জামির বলেছিলেন, যদি হাদার গোল্ডিনের মরদেহ হামাস ফেরত দেয় তাহলে হামাসের এসব যোদ্ধাকে তারা নিরাপদে যেতে দিতে পারে। কোনো কিছুর বিনিময় ছাড়া হামাসের যোদ্ধাদের নিরাপদ প্রস্থান দিতে রাজি হচ্ছিল না তারা। তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাস যোদ্ধাদের সুড়ঙ্গ থেকে বেরিয়ে যাওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন।
২০১৪ সালের ১ আগস্ট হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। এর এক ঘণ্টা পর সশস্ত্র হামাস সদস্যরা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালান। এতে গোল্ডিনসহ তিনজন নিহত হন। তাদের মধ্যে গোল্ডিনের মরদেহ নিয়ে যান তারা।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
এমটিআই