ভারতের রাজধানী নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কিল্লার একটি মেট্রোস্টেশনের ফটকের কাছে শক্তিশালী এক বিস্ফোরণে নিহত হয়েছেন ১০ জন এব আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঘটে এই বিস্ফোরণ।

দিল্লি পুলিশের উপপ্রধান কর্মকর্তা এ কে মালিক সাংবাদিকদের জানিয়েছেন, লাল কিল্লা এলাকার সুভাষ মার্গ নামের সড়কে বিস্ফোরণ ঘটেছে, সেখানে ৬টা ৫০ মিনিটে ট্রাফিক সিগন্যালের কারণে গাড়ির গতি ধীর ছিল। এর পাঁচ মিনিটের মধ্যে সিগন্যালের কারণে আটকে থাকা একটি গাড়ি থেকে ঘটেছে বিস্ফোরণ।

এ কে মালিক জানান, সিগন্যালের সময় ধীর গতিতে সুভাষ মার্গের একদম সামনের দিকে ধীর গতিতে এগিয়ে আসে একটি হুন্দাই আই-২০ গাড়ি। ওই গাড়িটি থেকেই ঘটে বিস্ফোরণ।

নয়াদিল্লির উপ পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানিয়েছেন, গাড়িটিতে বিস্ফোরণের পর সেটির আশেপাশে থাকা অন্তত ২০টি গাড়িতে আগুন ধরে যায়।   

দিল্লির পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করেছিলেন। কমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত যোগাযোগ রাখছেন। তার সঙ্গে প্রতি মুহূর্তে আপডেট ভাগ করে নিচ্ছে পুলিশ। প্রসঙ্গত, বিস্ফোরণের পরে অমিত শাহর কাছ থেকে এই বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

বিস্ফোরণ ঘটার কিছুক্ষনের মধ্যেই অবশ্য এগিয়ে এসেছিল ফায়ার সার্ভিস। এ কে মালিক জানিয়েছেন, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টাার মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও উল্লেখ করেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত গাড়িবোমা বিস্ফোরণ এবং যা বিস্ফোরিত হয়েছে, সেটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ধরনের বোমা।

সূত্র : এনডিটিভি

এসএমডব্লিউ