সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানির আইন পেশার লাইসেন্স স্থগিত করেছেন আদালত। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘কারচুপি’র দাবি ও ‘মিথ্যা ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার (২৪ জুন) এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৫০ বছরেরও বেশি সময় আগে তিনি নিউইয়র্ক স্টেট বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত হয়েছিলেন। তবে সর্বশেষ নির্বাচনে ট্রাম্পের পক্ষে শক্ত অবস্থান নিয়ে ‘কারচুপি’র দাবি ও ‘মিথ্যা ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়ানোর অভিযোগে তার সেই নিবন্ধন বাতিল করা হলো। ৭৭ বছর বয়সী জুলিয়ানি নিউইয়র্ক শহরের সাবেক মেয়র এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন।

২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত হলেও তা মানতে অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জো বাইডেন জয়ী হলেও সেই ফল উল্টে দিতে আদালাতে যান জুলিয়ানি। সেখানে তিনি নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে দাবি করেন।

বৃহস্পতিবার আদালত জানিয়েছেন, গত বছরের নির্বাচন নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করায় রুডি জুলিয়ানির আইন পেশার নিবন্ধন স্থগিত করা হয়েছে। ফলে তিনি আপাতত আর আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন না।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউইয়র্কের আদালতের এই আদেশে আইনজীবী হিসেবে নিবন্ধন হারানোর পরও ৭৭ বছর বয়সী রুডি জুলিয়ানির পাশে দাঁড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি জুলিয়ানিকে তিনি ‘একজন মহান দেশপ্রেমিক’ হিসেবেও অভিহিত করেন।

নির্বাচনের পর বিভিন্ন বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে ভুল তথ্য দিয়ে জুলিয়ানি জনগণের সঙ্গে প্রতারণা করেছেন বলে আদালত বৃহস্পতিবার উল্লেখ করার কয়েক ঘণ্টা পরই নির্বাচনী ফলাফল নিয়ে ট্রাম্প ফের সেই একই দাবি করেন। অবশ্য নির্বাচনে জালিয়াতি নিয়ে ফের করা নিজের এই দাবির পক্ষে বরাবরের মতো কোনো তথ্য-প্রমাণ সামনে আনেননি ট্রাম্প।

এদিকে আদালতের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন রুডি জুলিয়ানির দুই আইনজীবী জন লেভেনথাল এবং ব্যারি কামিন্স। আদালতের রায়ের পর দেওয়া যৌথ এক বিবৃতিতে তারা বলেছেন, রুডি জুলিয়ানি জনস্বার্থের জন্য হুমকি নন। আদালতে পূর্ণাঙ্গ শুনানির পর তিনি ফের আইন পেশায় ফিরে আসতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। জুলিয়ানি বছরের পর বছর ধরে বেশ ভালোভাবে সবাইকে আইনগত সেবা দিয়ে গেছেন।’

উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক পার্টি থেকে সে সময়কার প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এবং তার ছেলে হান্টারের বিরুদ্ধে ইউক্রেন থেকে উদ্বেগজনক কিছু তথ্য বা অভিযোগ সামনে আনার প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন রুডি জুলিয়ানি। তবে বাইডেন ও তার ছেলে যেকোন ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন। পরে অবশ্য প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান জো বাইডেন।

সূত্র: বিবিসি

টিএম