চীনের সিনোভ্যাকের ভ্যাকসিনকে ‘হালাল’ ঘোষণা ইন্দোনেশিয়ার
• সিনোভ্যাকের ভ্যাকসিনকে হালাল ঘোষণা ইন্দোনেশীয় উলামা কাউন্সিলের
• দেশজুড়ে জনমনে উদ্বেগ দেখা দেয়ার পর এই ফতোয়া জারি
• আগামী বুধবার থেকে টিকাদান শুরু, প্রথম নেবে প্রেসিডেন্ট জোকো উইদোদো
• এর আগে মালয়েশিয়া করোনা ভ্যাকসিনকে হালাল ঘোষণা করে
চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভাইরাসের একটি ভ্যাকসিনকে হালাল ঘোষণা করে ফতোয়া জারি করেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। শুক্রবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নীতি নির্ধারণী কর্তৃপক্ষ ইন্দোনেশীয় উলামা কাউন্সিল (এমইউআই) এই ফতোয়া জারি করেছে।
বিজ্ঞাপন
করোনাভাইরাসের ভ্যাকসিন দেশজুড়ে গণহারে প্রয়োগের কয়েকদিন আগে ইন্দোনেশীয় উলামা কাউন্সিলের এই ফতোয়া এল। এমইউআই বলছে, সিনোভ্যাক বায়োটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন হালাল অথবা ইসলামের দৃষ্টিতে বৈধ।
বিশ্বের সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া চীনের সিনোভ্যাক বায়োটেকের কাছ থেকে ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন কিনেছে। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া টিকাদান কর্মসূচিতে সিনোভ্যাকের ভ্যাকসিন ব্যবহারের পরিকল্পনা করেছে ইন্দোনেশিয়া।
বিজ্ঞাপন
নাগরিকদের উৎসাহ দিতে ওইদিন প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাসের এই ভ্যাকসিন নেবেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।
উলামা কাউন্সিলের ফতোয়া কমিশনের কর্মকর্তা আসরোরুন নিয়াম শোলেহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, সিনোভ্যাকের করোনা ভ্যাকসিন পবিত্র এবং হালাল। ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধ সংস্থার (বিপিওএম) অনুমোদন পেলে ভ্যাকসিনটির প্রয়োগ কার্যক্রম শুরু হবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনাভাইরাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সঙ্গে লড়াই করছে ইন্দোনেশিয়া। অর্থনীতি এবং জনস্বাস্থ্যের ক্ষয়ক্ষতি প্রশমনে একটি টিকার ওপর নির্ভর করছে দেশটির কর্তৃপক্ষ। গত তিনদিনের মতো টানা করোনা সংক্রমণের রেকর্ড তৈরি হয়েছে এই দেশটিতে; প্রথমবারের মতো দৈনিক গড়ে ১০ হাজারের বেশি করে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দক্ষিণ এশিয়ায় যে কয়েকটি দেশে করোনাভাইরাস মহামারি গুরুতর আকার ধারণ করছে ইন্দোনেশিয়া সেসবের একটি। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখের বেশি মানুষ এবং মৃত্যু ছাড়িয়েছে ২৩ হাজার ৭০০।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় ওষুধপ্রস্তুতকার কোম্পানি বায়ো ফার্মাকে চীনের সিনোভ্যাক জানিয়েছে, শুকরের উপাদান ছাড়াই তাদের ভ্যাকসিন তৈরি করা হয়েছে।
বায়ো ফার্মার কর্মকর্তা ব্যামব্যাং হেরিয়ান্তো চীনের সিনোভ্যাকের এই বিবৃতির বিষয়ে নিশ্চিত করে বলেছিলেন, ভ্যাকসিন হালাল কিংবা হারামের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে এমইউআই। তবে অন্য কোনও বিকল্প না থাকায় হারাম হলেও জরুরি ভ্যাকসিন ব্যবহার করা হতে পারে বলে সিদ্ধান্ত জানিয়েছিল দেশটির মুসলিমদের বৃহত্তম সংগঠন নাহদলাতুল উলামা।
কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার প্রতিবেশি মালয়েশিয়ার সর্বোচ্চ ধর্মীয় নীতি-নির্ধারণী পরিষদ করোনাভাইরাসের ভ্যাকসিনকে হালাল বলে ঘোষণা দেয়। একই সঙ্গে সরকার যাদের তালিকা করেছে, তাদের জন্য ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক বলে জানায়।
ইসলামে নিষিদ্ধ উপাদানের মাধ্যমে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির গুঞ্জন দেশজুড়ে ছড়িয়ে পড়ার জেরে মালয়েশিয়ার ধর্মীয় নীতি-নির্ধারক কর্তৃপক্ষ হালালের এই ফতোয়া জারি করে।
সিনোভ্যাকের ভ্যাকসিনকে হালাল ঘোষণা এখন জনগণকে শান্ত করতে পারে; বিশেষ করে মুসলিমদের
ইন্দোনেশিয়ার ফতোয়া কমিশনের কর্মকর্তা আসরোরুন নিয়াম শোলেহ
শুধু তাই নয়, দেশটির ধর্মীয় নীতি-নির্ধারণী কর্তৃপক্ষ মালয়েশিয়ায় করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমতির পাশাপাশি নির্দিষ্ট কিছু গোষ্ঠীর জন্য ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক ঘোষণা করে।
দেশটির ধর্ম কল্যাণবিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি বলেন, প্রাণঘাতী ব্যাধি থেকে মুসলিমদের রক্ষায় ভ্যাকসিনের ব্যবহার ইসলামি আইনে অস্বাভাবিক নয়। ১৯৮৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত হেপাটাইটিস বি এবং মেনিনজাইটিস মেনভিওর-সহ অন্তত ছয়টি ভ্যাকসিন প্রয়োগের উদাহরণ তুলে ধরেন তিনি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। এতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৮৬ লাখ ৪২ হাজারের বেশি এবং মৃত্যু ছাড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার। তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৩৭ লাখ ৩৪ হাজারের বেশি।
বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে বিশ্ব অর্থনীতিতে চরম আঘাত হানা করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষায় অনেক ধনী দেশ ইতোমধ্যে নাগরিকদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে।
করোনার উত্থান এবং বৈশ্বিক মহামারি
• ২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা শনাক্ত হয়।
• চীনে করোনায় প্রথম প্রাণহানি ঘটে ৯ জানুয়ারি।
• ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় থাইল্যান্ডে।
• এই ভাইরাসে বিশ্বে প্রথম প্রাণহানি ঘটে ২ জানুয়ারি ফিলিপাইনে।
• ১১ মার্চ ‘করোনা মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ে বিশ্ব যখন ধুঁকছে; তখন অন্তত ৬০টি ভ্যাকসিন পরীক্ষার বিভিন্ন ধাপে রয়েছে। এরমধ্যে ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড, মার্কিন ফাইজার ও জার্মানির বায়োএনটেক, মার্কিন মডার্না, রাশিয়ার স্পুটনিক-৫ ও চীনের সিনোফার্মের ভ্যাকসিনও রয়েছে।
এসএস