শনাক্ত ও মৃত্যুতে সবার ওপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, দেশটিতে ২৪ ঘণ্টায় ২ লাখ ৯০ হাজার মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৭৬ জনের।

করোনাভাইরাস মহামারিতে মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৮ লাখ ৬১ হাজার ৮৪৪ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩ লাখ ৬৮ হাজার ৭৬৯ জন।

শনাক্ত ও মৃত্যুতে বিশ্বে সবার ওপরে অবস্থান করছে বিশ্বের সবেচেয়ে বড় অর্থনীতির এই দেশটি।

কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্যমতে, প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ লাখ ৩১ হাজার মানুষ হাসপাতালে ভর্তি আছেন।

করোনাভাইরাস ঠেকাতে গত ডিসেম্বরের মাঝামাঝিতে টিকাদান কর্মর্সচি শুরু করেছে যুক্তরাষ্ট্র। যদিও ব্যাপকভাবে এর প্রয়োগ শুরু হয়নি।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের একজন মুখপাত্র জানিয়েছেন, ভাইরাস মোকাবিলায় বাইডেন প্রশাসন টিকাদান কর্মসূচি তরান্বিত করতে পারেন।

এসআরএস