টিকা নেওয়ার ৩ সপ্তাহ পর করোনা আক্রান্ত ব্রিটিশ নার্স
করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার তিন সপ্তাহ পর যুক্তরাজ্যের এক নার্স আক্রান্ত হয়েছেন। এমন ঘটনায় উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা পেতে ভ্যাকসিনের কিছু সময় লাগতে পারে।
হাইওয়েল ডা ইউনিভার্সিটি হেলথ বোর্ড এলাকায় কাজ করা সেই নার্স ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় ছিলেন।
বিজ্ঞাপন
দেশটির স্বাস্থ্য বোর্ড বলছে, করোনা প্রতিরোধে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। কিন্তু কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকরি নয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সপ্তাহখানেক সময় নিতে পারে। এসময় সবাইকে খুব সচেতন থাকতে হবে।
বিজ্ঞাপন
বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে সেই নার্স বলেন, ভ্যাকসিন নেওয়ার এপর্যায়ে এসে করোনা আক্রান্ত হওয়ায় তিনি ক্ষুব্ধ ও হতাশ।
তিনি বলেন, করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পেরে প্রথমে চিন্তা মুক্ত ছিলাম।
অনেক চেষ্টার পর ডিসেম্বরে তিনি ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণের সুযোগ পান।
তিনি আরো বলেন, এটা আমার মনকে শান্তি দিয়েছিল। ভ্যাকসিন নেওয়ার পর নিজেকে নিরাপদ মনে করতাম। পরিবারের জন্য সঠিক কাজ করেছি বলে মনে হয়েছিল। কিন্তু এটি মিথ্যা আশা ছিল।
নার্স জানান, ভ্যাকসিন নেওয়ার সময় বলা হয়েছিল ১০ দিনের মধ্যেই তা করোনা প্রতিরোধে কাজ করবে ও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমাবে।
কিন্তু ভ্যাকসিন গ্রহণের তিন সপ্তাহ পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে করোনার উপসর্গ কাশি ও শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। টেস্ট করার পর তার করোনা ধরা পরে। এসময় তার সঙ্গীসহ এক সন্তানও করোনায় আক্রান্ত হন।
ব্রিটেনে এ পর্যন্ত তিনটি ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। প্রথমে ফাইজার-বায়োনেটেকের টিকাদান শুরু হয়েছিল। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়। সর্বশেষ মর্ডানার টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে খারাপ দিন যাচ্ছে ব্রিটেনের। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৬৮ হাজার ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও এক হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। যা করোনা মহামারির পর সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। দেশটিতে এপর্যন্ত ২৯ লাখ ৫৭ হাজার ৪৭২ জন আক্রান্ত ও ৭৯ হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৩ লাখ ৬৪ হাজার ৮২১ জন সুস্থ হয়েছেন।
ওএফ