করোনা টিকা নিলেন সৌদি বাদশা
সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ করোনা টিকা নিয়েছেন।
শুক্রবার বাদশা সালমানকে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ দেয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
বিজ্ঞাপন
দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এ বিষয়ে শুক্রবার এক বার্তায় বলেন, ‘সৌদি আরব নীতিগতভাবে সবসময়ই প্রতিকারের চেয়ে প্রতিরোধে বিশ্বাসী। জাতীয় নীতির প্রতি সম্মান প্রদর্শন এবং ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে আজ টিকা নিলেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ।’
সৌদি নাগরিকদের জন্য পর্যাপ্ত টিকার যোগান নিশ্চিত করাসহ দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের ক্ষেত্রে বাদশা সালমান নেতৃত্বমূলক ভূমিকা রেখেছেন বলেও বার্তায় জানান রাবিয়াহ।
বিজ্ঞাপন
উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসেবে জরুরি প্রয়োজনে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে সৌদি আরব।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তার ভাই খালিদ বিন সালমানসহ সৌদি সরকারের বেশ কয়েকজন জেষ্ঠ্য কর্মকর্তা ইতোমধ্যে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন।
এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের তিনটি টিকাকেন্দ্রে টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন দেশটির ১০ লাখ মানুষ।
সূত্র: আরব নিউজ
এসএমডব্লিউ