সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৫
সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছেন ৫ জন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (২৮ জুন) ভোরে দেশটির ইরাক সীমান্তবর্তী এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এছাড়া মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনও এই হামলার কথা স্বীকার করেছে।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘ইরাক সীমান্তের কাছে সিরিয়ার একটি এলাকায় মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৫ জন যোদ্ধা নিহত হয়েছেন। নিহত ওই যোদ্ধারা ইরানপন্থি এবং এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।’
বিজ্ঞাপন
মার্কিন বিমান হামলার শিকার ওই এলাকায় সামরিক স্থাপনা ছিল বলেও জানিয়েছে যুদ্ধ ও মানবাধিকার বিষয়ক এই পর্যবেক্ষক সংস্থাটি।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। এছাড়া বিমান হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে সিরিয়া-ইরাক সীমান্তে ইরান সমর্থিত যোদ্ধাদের ওপর বিমান হামলার কথা স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। চলতি বছরের জানুয়ারিতে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর দেশটিতে যুক্তরাষ্ট্রের এটা দ্বিতীয় হামলা।
এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, সিরিয়ার ভেতরে দু’টি অবস্থানে এবং ইরাকের একটি অবস্থানে হামলা চালানো হয়েছে। হামলা হওয়া এই স্থানগুলো যোদ্ধাদের অপারেশনাল ও অস্ত্র মজুত করে রাখার কাজে ব্যবহৃত হতো।
পেন্টাগন আরও জানিয়েছে, সোমবার ভোরে সিরিয়ার দুইটি জঙ্গি ঘাঁটি এবং ইরাকের একটি ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। ওই জায়গাগুলোতে জঙ্গিদের অস্ত্র ভান্ডার ছিল বলেও দাবি করেছে তারা।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের মদতপুষ্ট কাতায়েব হিজবুল্লাহ জঙ্গিদের ঘাঁটি ছিল সিরিয়া সীমান্তে। টার্গেট নির্দিষ্ট করেই সেখানে আক্রমণ চলানো হয়েছে। এর আগে ইরাকে মার্কিন ঘাঁটিতে ওই জঙ্গিরা একাধিক আক্রমণ চালায় বলে দাবি করে পেন্টাগন।
সূত্র: এএফপি
টিএম