করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকার আওতায় আনছে সৌদি আরব। দেশটি অল্পবয়সীদের শরীরে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা প্রয়োগ করবে। রোববার (২৭ জুন) টুইটারে দেওয়া এক বার্তায় একথা জানায় সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।

টুইটারে দেওয়া ওই বার্তায় জানানো হয়, সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের (এসএফডিএ) প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই ১২ থেকে ১৮ বছর বয়সীদের শরীরে ফাইজারের টিকা প্রয়োগ শুরু করা হবে।

এদিকে মধ্যপ্রচ্যের এই দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, করোনা টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে রোববার ১২ বছর নির্ধারণ করেছে সৌদি আরবের সরকার। এর ফলে দেশটিতে টিকাদান কর্মসূচি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত বছরের ডিসেম্বরে ১৮ ও তার বেশি বয়সী সবার শরীরে প্রয়োগের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় সৌদি আরব।

সংবাদমাধ্যমটি বলছে, টিকা নেওয়ার বয়স শিথিল করায় ভ্যাকসিন গ্রহণে ইচ্ছুক যে কেউ সেহাতি এবং তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবজুড়ে ৫৮৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এখন পর্যন্ত এক কোটি ৭২ লাখেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। যা দেশটির মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ।

সূত্র: রয়টার্স, সৌদি গেজেট

টিএম