রাশিয়ার টিকা তৈরি করবে দক্ষিণ কোরিয়া
রাশিয়ার উদ্ভাবিত এক ডোজের করোনা টিকা ‘স্পুটনিক লাইট’ তৈরি করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার হুওনস গ্লোবাল কোম্পানি লিমিটেড। সোমবার কোম্পানিটি এ ঘোষণা দিয়ে জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে উৎপাদন শুরু করবে তারা।
কোম্পানিটি বলেছে, স্পুটনিক-৫ টিকার উদ্ভাবক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) পক্ষ থেকে অনুরোধ আসার পর তারা স্পুটনিক লাইট টিকা দক্ষিণ কোরিয়ায় উৎপাদনের পরিকল্পনা করছে তারা।
বিজ্ঞাপন
কোম্পানিটি জানিয়েছে, আগামী বছরের এপ্রিলের মধ্যে তারা রফতানির জন্য প্রতি মাসে স্পুটনিক-৫ কোভিড-১৯ টিকার ১০০ মিলিয়ন ডোজ উত্পাদন করবে, যেহেতু মস্কো ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিশ্বব্যাপী তাদের উত্পাদন বাড়ানোর চেষ্টা করছে।
রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) চাহিদা মেটাতে নমনীয়ভাবে সাড়া দেওয়ার অংশ হিসেবে আগামী আগস্টে স্পুটনিক এবং স্পুটনিক লাইট উভয় টিকার নমুনা হিসেবে কিছু টিকার উত্পাদন শুরু করবে বলে জানিয়েছে হুওনস।
বিজ্ঞাপন
কোম্পানিটি বলছে, এতে করে উৎপাদন সক্ষমতা জোরদার হবে। বছরে ১৫০ মিলিয়ন ডোজ টিকা তৈরির জন্য দক্ষিণ কোরিয়ার জিএল রাফা নামক একটি কোম্পানির সঙ্গে ইতোমধ্যে চুক্তি করেছে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড।
অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার তৈরি করোনা টিকার অনুমোদন দিলেও রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ ও স্পুটনিক লাইট টিকার অনুমোদন দেওয়ার বিষয়টি এখনো পর্যালোচনা শুরু করেনি দক্ষিণ কোরিয়া।
এএস