অনেক ক্ষতি করেছেন, এখন চলে যান: ট্রাম্পকে রিপাবলিকান সিনেটর
রিপাবলিকান সিনেটর লিসা মুরাকোভস্কি
ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলার পর থেকে ডেমোক্র্যাটরা তো পদত্যাগের কথা বলছেনই, এবার রিপাবলিকান সিনেটরও ট্রাম্পের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। আলোচিত ওই সিনেটরের নাম লিসা মুরাকোভস্কি। স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) প্রথম রিপাবলিকান চেম্বার সদস্য হিসেবে প্রকাশ্যে ট্রাম্পকে পদত্যাগ করতে লিসা অহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাঙ্কোরেজ ডেইলি’কে দেওয়া সাক্ষাৎকারে রিপাবলিকান সিনেটর এ আহ্বান জানান বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
বিজ্ঞাপন
ক্যাপিটল ভবনে হামলায় সমর্থকদের উসকানি দেওয়ার ঘটনায় ট্রাম্পের তীব্র সমালোচনা করে আলাস্কা অঙ্গরাজ্যের এই নারী আইনপ্রণেতা বলেন,‘‘প্রেসিডেন্ট জাতির ‘যথেষ্ট ক্ষতি’ করেছেন।’’
আমি ট্রাম্পের পদত্যাগ চাই। আমি চাই তিনি দায়িত্ব থেকে সরে যান। তিনি জাতির যথেষ্ট ক্ষতি করেছেন
রিপাবলিকান সিনেটর লিসা মুরাকোভস্কি
বিজ্ঞাপন
ট্রাম্পের বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করে লিসা মুরাকোভস্কি বলেন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে সমর্থকদের হামলা ও প্রবেশের উসকানি দেওয়ার অভিযোগ সত্ত্বেও দল (রিপাবলিকান পার্টি) যদি ট্রাম্পের প্রতি অনুগত থাকে তাহলে নিজের ভালোর জন্য তিনি দলত্যাগ করতে পারেন।
ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন,‘চলমান করোনাভাইরাস মহামারিকে ট্রাম্প গুরুত্ব দিচ্ছেন না। তিনি হয় গলফ খেলছেন, না হয় ওভাল অফিসে বসে রাগ দেখাচ্ছেন এবং তার অনুগত ও বিশ্বস্ত প্রত্যেক ব্যক্তিকে ছুঁড়ে ফেলছেন।’
তিনি কেবল নিজের অহংকারের জন্য হোয়াইট হাউসে থাকতে চান। তার বেরিয়ে যাওয়া উচিত। আমি মনে করি না, তিনি ভালো কিছু করতে সক্ষম
লিসা মুরাকোভস্কি
উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানগের স্থায়ীকরণের বিরুদ্ধে ভেটো দেওয়াসহ বিভিন্ন বিষয়ে নিজের দল ও ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন ৬৩ বছর বয়সী রিপাবলিকান সিনেটর লিসা মুরাকোভস্কি।
এদিকে ক্যাপিটল ভবনে সহিংসতার পর হোয়াইট হাউসের বেশ কিছু কর্মকর্তা পদত্যাগ করেছেন। এদের মধ্যে রয়েছেন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিক মালভেনি। তিনি ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন।
এর আগে পদত্যাগ করেন ডেপুটি প্রেস সচিব সারা ম্যাথুজ, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম, হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি রিকি নিচেটা ও উপদেষ্টা ম্যাট পটিঙ্গার।
মার্কিন সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমার তীব্র সমালোচনার পর সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে অবিলম্বে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসিও।
টিএম