ডেল্টার বিরুদ্ধে স্পুটনিক-৫ টিকার কার্যকারিতা কমেছে : তাস
করোনাভাইরাসের অতি-সংক্রামক ভারতীয় ধরন ডেল্টার বিরুদ্ধে রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক-৫ এর কার্যকারিতার হার কমে গেছে। নতুন এক গবেষণায় ভ্যাকসিনটির কার্যকারিতার হার কমে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে ভ্যাকসিনটির প্রস্তুতকারক কোম্পানি গামালিয়া ইনস্টিটিউট জানিয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গামালিয়া সেন্টারের উপপরিচালক ডেনিস লুগোনোভ বলেছেন, নভেল করোনাভাইরাসের ভারতীয় ধরনের বিরুদ্ধে স্পুটনিক-৫ এর কার্যকারিতা অন্যান্য ধরনের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ কম। তবে ভ্যাকসিনের কার্যকারিতার হার কমে যাওয়াকে ‘তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
লুগোনোভ বলেছেন, আমরা করোনাভাইরাসের ডেল্টা প্রজাতির বিরুদ্ধে সেরামের ভ্যাকসিনের কার্যক্রম কমে যেতে দেখেছি। স্পুটনিক-৫ এর কার্যকারিতা ডেল্টার বিরুদ্ধে ২ দশমিক ৬ শতাংশ কমে গেছে। তবে ডেল্টার বিরুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের ভ্যাকসিনগুলোর কার্যকারিতা স্পুটনিকের চেয়ে ৩ থেকে ৫ শতাংশ কম বলেও উল্লেখ করেছেন তিনি।
রুশ এই কর্মকর্তা বলেছেন, আমাদের ভ্যাকসিনের যে কার্যকারিতা আছে আমরা সেটি নিয়ে আশাবাদী। এটি কার্যকারিতার হ্রাস, তবে তেমন গুরুত্বপূর্ণ নয়।
গামালিয়া সেন্টারের এই উপপরিচালক বলেন, নতুন এক গবেষণায় দেখা গেছে— করোনাভাইরাসের ডেল্টা ধরনের বিরুদ্ধে স্পুটনিক-৫ ভ্যাকসিন প্রায় ৯০ শতাংশ কার্যকর। এর আগের এক গবেষণায় করোনাভাইরাসের এই প্রজাতিটির বিরুদ্ধে কার্যকারিতার হার ৯২ শতাংশ ছিল।
বিজ্ঞাপন
টিকাদান এবং ডিজিটাল মেডিক্যাল রেকর্ডের ওপর ভিত্তি করে নতুন এই গবেষণা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ‘ডেল্টা’র প্রকোপে মঙ্গলবার রেকর্ড সর্বোচ্চ প্রাণহানি দেখেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় যত মানুষের মৃত্যু হয়েছে, প্রাদুর্ভাব শুরুর পর রাশিয়ায় একদিনে এত মৃত্যু হয়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ায় গতদিন করোনাভাইরাসে আক্রান্ত ৬৫২ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত বছরের ডিসেম্বরে রাশিয়ায় দৈনিক সর্বোচ্চ মৃত্যুর যে রেকর্ড হয়েছিল তা ভেঙে গেছে।
রাজধানী মস্কো ও দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের অবস্থাও বিপর্যস্ত। রাজধানী মস্কোর পর গতকাল পিটার্সবার্গেও রেকর্ড ১১৯ জনের মৃত্যু হয়েছে। আগামী শুক্রবার ইউরো ২০২০ এর কোয়ার্টার ফাইনাল এই শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কিছু বিশেষজ্ঞ বলছেন, রাশিয়ায় করোনায় অনেক মৃত্যুর হিসাব রাখা হচ্ছে না। ময়নাতদন্তের পর কারো মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে যখন কোভিড-১৯ এর বিষয়টি প্রমাণিত হচ্ছে শুধু তাদের মৃত্যুকেই হিসাবের মধ্যে ধরা হচ্ছে।
এএফপির হিসাবে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে নতুন করে ২০ হাজার ৬১৬ জন আক্রান্ত হয়েছেন। এর সঙ্গে দেশটিতে মোট আক্রান্ত ঠেকেছে প্রায় ৫৫ লাখে। বিশ্বে পঞ্চম সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে রাশিয়ায়।
সূত্র: তাস, রয়টার্স।
এসএস/জেএস