যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মডার্নার টিকার অনুমেদন দিয়েছে। তবে ব্রেক্সিটের কারণে এই টিকার জন্য দেশটির মানুষদের আগামী বসন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান।

শুক্রবার যুক্তরাজ্যে সরকারের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিভাগের অধীনস্ত নিয়ন্ত্রক সংস্থা মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি(এমএইচআরএ) টিকার অনুমোদনের পাশাপাশি ১ কোটি ৭০ লাখ ৫০ হাজার ডোজ টিকা চেয়ে মডার্না কোম্পানি বরাবর চিঠিও দিয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ব্রিটেনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোনাথন ভ্যান-ট্যাম মডার্নার টিকার অনুমোদনকে স্বাগত জানিয়ে বলেন,‘আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য এই টিকা যে করোনা প্রতিরোধে অত্যন্ত কার্যকর, ইতোমধ্যে তা প্রমাণিত। আসন্ন দিনগুলোতে এই টিকা সহজলভ্য হয়ে উঠলে লাখ লাখ মানুষ মহামারি থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে। তবে যতদিন না এই টিকা আসছে, ততদিন আমাদের সবারই ধৈর্য ধরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’  

এর আগে করোনা প্রতিরোধে মডার্নার টিকা ৯৪ শতাংশ কার্যকর বলে জানিয়েছিল যুক্তরাজ্যের ওষুধ গবেষণা প্রতিষ্ঠান কমিশন অন হিউম্যান মেডিসিন। কমিশনের এই মত আমলে নিয়েই ব্রিটেনে এই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে এমএইচআরএ।

যে প্রযুক্তিতে ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকা টিকা প্রস্তুত করেছে, তা অনুসরণ  করেছে মডার্নাও; অর্থাৎ, এই টিকার মূল উপাদান হলো একটি জেনেটিক কোড। মানব দেহে প্রবেশের পর এই টিকা মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা এমনভাবে প্রস্তুত করে যেন সেটি করোনার জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাসকে পরাজিত করতে সক্ষম হয়।

এদিকে নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ মডার্না টিকা অনুমোদন দেয়ায় উচ্ছাস প্রকাশ করে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘মহামারি বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধে আর একটি অস্ত্র যুক্ত হচ্ছে- এটা নিঃসন্দেহে দারুণ একটি খবর। ইতোমধ্যে পুরো যুক্তরাজ্য ১৫ লাখ মানুষকে আমরা টিকার আওতায় আনতে পেরেছি। আগামী বসন্তে মডার্নার টিকা এলে আমাদের টিকাদান কর্মসূচি আরো অনেক গতিশীল হবে।’

‘তবে পাশাপাশি আমি দেশের জনগণকে বলতে চাই- আমাদের টিকাদান কর্মসূচি চলছে, কিন্তু মহামারির বিরুদ্ধে আমাদের লড়াই তখনই সফল হবে, যখন টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও আমরা যথাযথ গুরুত্ব দেব।’

এসএমডব্লিউ