ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

বিদেশি কোম্পানিগুলোর উদ্ভাবিত কোভিড-১৯ টিকা ইরানের কারও ওপর পরীক্ষার জন্য প্রয়োগ করা যাবে না মর্মে শনিবার (৯ জানুয়ারি) সরকারি নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে করোনার ভ্যাকসিন আমদানির ওপর নিষেধাজ্ঞা জারির একদিন পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এমন ঘোষণা দিলেন।   

হাসান রুহানি বিস্তারিত কোনো তথ্য না দিয়ে বলেন, ‘বিদেশি কোম্পানিগুলো আমাদের টিকা দিতে চেয়েছিল যাতে তারা ইরানের মানুষের ওপর টিকার পরীক্ষা চালাতে পারে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তা আটকে দিয়েছে।’ 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রুহানি আরও বলেন, টিকার উৎপাদক কোম্পানিগুলোর জন্য আমাদের দেশের নাগরিককে আমরা টিকা পরীক্ষার যন্ত্র হতে দেব না। আমরা নিরাপদ টিকা কিনবো।’ 

এর আগে শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ভ্যাকসিন দেশে আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আমি এই নিষেধাজ্ঞার ব্যাপারে ইরানের কর্মকর্তাদের জানিয়েছি এবং এখন প্রকাশ্যে বললাম।’

প্রসঙ্গত, মার্কিন নিষেধাজ্ঞার কারণে টিকা কিনতে না পারলেও গত মাসে নিজেদের উদ্ভাবিত করোনা টিকা মানবদেহে প্রয়োগ করে পরীক্ষা শুরু করেছেন ইরান। তেহরান টিকাটির নাম রেখেছে ‘কোভ-ইরানব্লেসিং’।

তবে দেশটির কোনো সাধারণ নাগরিকের দেহেও এই টিকার প্রয়োগ করা হচ্ছে না। পরীক্ষামূলকভাবে যেসব স্বেচ্ছাসেবকের ওপর এই টিকা প্রয়োগ করা হচ্ছে, তারা হচ্ছেন টিকার উদ্ভাবক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মী।

এএস