যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকদের হামলার পর থেকে কংগ্রেসের (যুক্তরাষ্ট্রের আইনসভা) নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির ল্যাপটপ খুঁজে পাওয়া যাচ্ছে না।

হামলাকারীদের কেউ ক্যাপিটলে পেলোসির কার্যালয় থেকে তার ব্যক্তিগত ল্যাপটপটি চুরি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ডেমোক্র্যাট পার্টির নেতা ন্যান্সি পেলোসির সহকারী ড্রিউ হ্যামিল এক টুইটবার্তায় জানিয়েছেন, ল্যাপটপটি ক্যাপিটলে পেলোসির কার্যালয়ের কনফারেন্স রুমে ছিল এবং প্রেজেন্টেশনের কাজে এটি ব্যবহার করা হতো।

টুইটবার্তায় এর বেশি আর কিছু লেখেননি হ্যামিল।

এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যাপিটলে হামলায় কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট সদস্য ডেমোক্র‌্যাট নেতা জেফ মার্কলের ল্যাপটপও খোয়া গেছে বলে এক টুইটবার্তায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শীর্ষ আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাইকেল শেরউইন।

চুরি যাওয়া এই ল্যাপটপগুলোতে থাকা তথ্য বেহাত হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে- শঙ্কা প্রকাশ করে এক টুইটবার্তায় শেরউইন লেখেন, ‘সেদিনের হামলায় দেশের ক্ষয়ক্ষতি কী পরিমান হয়েছে তার প্রকৃত হিসাব এখনো আমাদের হাতে নেই।’

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে ৬ জানুয়ারি হাউস অব রিপ্রেজেনটেটিভ এবং সিনেট সদস্যদের যৌথ অধিবেশন শুরু হয়েছিল ক্যাপিটলে।  অধিবেশন চলাকালে সেখানে হামলা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকশ সমর্থক।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহনী এই ঘটনায় ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৩ জন পুলিশ সদস্য।

 

সূত্র: রয়টার্স

এসএমডব্লিউ