স্কুলে করোনা পরীক্ষার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
মহামারির কারণে গোটা বিশ্ব অবরুদ্ধ। দেশে দেশে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দূরবর্তী শিক্ষণের ফলে শিক্ষার্থীদের ওপর ক্ষতিকর প্রভাব পড়ার কথা উল্লেখ করে স্কুলগুলোতে করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটি বলছে, শিক্ষার্থী ও স্কুলকর্মীদের মধ্যে উপসর্গ না থাকলেও কিংবা কেউ করোনা আক্রান্ত না হলেও স্কুলগুলোতে করোনা পরীক্ষা করা উচিত। এর আগে গোষ্ঠী সংক্রমণ শনাক্ত হলে স্কুলগুলোতে ডিজিটাল স্ক্রিনিংয়ের পরামর্শ দিয়েছিল সংস্থাটি।
বিজ্ঞাপন
ইউনিসেফ ও ইউনেস্কোর সঙ্গে যৌথ বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লজ শুক্রবার বলেছেন, গ্রীষ্মকালে সরকারগুলোর জন্য সঠিক ব্যবস্থা গ্রহণের মূল্যবান সময়। সংক্রমণের হ্রাস ও স্কুল বন্ধ এড়াতে এটি সাহায্য করবে।
তিনি বলেন, স্কুলগুলো বন্ধ করার ফলে ‘যেমনটি আমরা দেখেছি, আমাদের শিশু ও যুব সমাজের শিক্ষা, সামাজিক ও মানসিক সুস্থতার ওপর এর ধরনের ক্ষতিকারক প্রভাব ফেলেছে। আমাদের যথাযথ পদক্ষেপ নিয়ে এ সংকট কাটিয়ে উঠতে হবে।’
বিজ্ঞাপন
বারবার ইউরোপের দেশগুলোকে ঝড়ে পড়ার হার ও দূরবর্তী শিক্ষার কারণে স্বাস্থ্যের প্রভাবগুলো সমাধান করার জন্য আহ্বান জানিয়ে আসা ক্লুজ বলেন, ‘আমরা মহামারিকে শিশুদের শিক্ষা ও তাদের বিকাশের বিষয়টি ছিনতাই করতে দিতে পারি না।’
জাতিসংঘের এই অঙ্গসংস্থাগুলো তাদের যৌথ বিবৃতি জানিয়েছে যে স্কুলগুলোর বন্ধ করে দেওয়ার বিষয়টি কেবল ‘শেষ অবলম্বন হিসেবে বিবেচনা করা উচিত’ যখন এমন মহামারির এমন মারাত্মক প্রকট অন্য কোনো ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে না।
এএস