অদ্ভূত এক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র। ছোট শহর থানের পৌর কর্তৃপক্ষের মাধ্যমে এর সূত্রপাত। পৌরসভার লোকজন এক ব্যক্তিকে ফোন করেন। তাকে তার মৃত্যুর সনদ নেওয়ার কথা বলেন। পৌরসভার ওই ফোনের ঘটনা এখন ভারতে ভাইরাল।

জীবিত থেকেও মৃত্যুর সনদ নেওয়ার জন্য পৌরসভা থেকে ফোন পাওয়ার পর ওই ব্যক্তি অবশ্য নিজেও অবাক। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, ‘আমি হঠাৎ পৌরসভা থেকে ফোন পাই। ফোনে তারা আমাকে আমার ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে বলে।’

থানের বাসিন্দা ওই ব্যক্তির নাম চন্দ্রশেখর দেশাই। এই ঘটনাটি নিয়ে যখন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় তখন নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ। অবশ্য থানে মিউনিসিপ্যাল করপোরেশনের ডেপুটি কমিশনার বিষয়টিকে যান্ত্রিক ত্রুটি ছাড়া আর কিছুই বলতে চান না।

থানে মিউনিসিপ্যাল করপোরেশনের ডেপুটি কমিশনার সন্দীপ মালভি বলছেন, ‘এটা একটা একটা যান্ত্রিক ত্রুটি মাত্র। এছাড়া আর কিছুই নয়। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’ তিনি দেশাইকে নিশ্চিত করেছেন, তালিকাটি পুনরায় দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘আমরা এ তালিকা করিনি। আমরা এটা পেয়েছি পুনে অফিস থেকে। তার নাম মৃতদের তালিকায় থাকাটা কারিগরি ত্রুটি। তালিকাটি সংশোধন করার পর পুনরায় সবাইকে ফোন করার নির্দেশ দেওয়া হয়েছে।’  

এএস