বাইডেনের অভিষেকে থাকছেন মাইক পেন্স
• আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
• ট্রাম্প অবশ্য আগেই জানিয়েছেন, তিনি অভিষেকে থাকবেন না
• কিন্তু মাইক পেন্স জানালেন তিনি অভিষেকে থাকছেন
• গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে নজিরবিহীন হামলা হয়ে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভেষেক অনুষ্ঠানে থাকবেন বলে সূত্রের বরাতে জানিয়েছে সিএনএন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারি নজিরবিহীন হামলার পর কাছে হার মেনে নিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য জানিয়েছেন, তিনি বাইডেনের অভিষেকে উপস্থিত থাকবেন না।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেকে থাকতে চান। তবে নিমন্ত্রণ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শপথ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের না থাকার এমন সিদ্ধান্তে খুশি হয়েছেন বলে জানিয়ে ওইদিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, শপথে ট্রাম্পের না যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত।
দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী হলেও ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা ও তাতে পাঁচজনের প্রাণহানির পর অবস্থান বদলে ট্রাম্পের সমালোচনা করে পেন্স বলেছিলেন, তিনি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
পেন্স শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এর আগে আনন্দ প্রকাশ করেন বাইডেন বলেছিলেন, ‘মাইক পেন্সকে স্বাগত। মাইক পেন্সকে এখানে (অভিষেক অনুষ্ঠানে) পাবো ভেবে আমরা সম্মানিতবোধ করছি।’
উল্লেখ্য, ভোটে হারলেও কারচুপির অভিযোগ তুলে ক্ষমতায় থাকার পায়তারা করছিলেন ট্রাম্প। সমর্থকদের সহিংসতায় উসকে দিয়েছেন। ফলে মেয়াদ শেষ হওয়ার দশদিন আগেও তাকে অভিশংসনের দাবি উঠেছে।
এএস