নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সাইবার হামলার শিকার হয়েছে। দ্য রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে তাদের একটি ডেটা সিস্টেমে এই হামলা চালানো হয়।

ব্যাংকটি বিবৃতি দিয়ে আরও জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের সংবেদনশীল তথ্য সংরক্ষণ ও শেয়ারের জন্য ব্যবহৃত একটি থার্ড-পার্টির (তৃতীয় পক্ষ) সেবায় ম্যালওয়ারের দ্বারা অবৈধভাবে প্রবেশের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। 

যেসব তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে সেগুলোর ধরন ও পরিসর কেমন তা নিয়ে তদন্ত চলছে

রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ডের গভর্নর আদ্রিয়ান ওর

রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ডের গভর্নর আদ্রিয়ান ওর বলেছেন, সাইবার হামলাটি প্রতিহত করা হয়েছে। তবে তৃতীয় পক্ষ কোনো তথ্য হাতিয়ে নিয়েছে কিনা তা নির্ণয় করতে আরও সময় লাগবে বলে জানান তিনি। 

তিনি এক বিবৃতিতে বলেন, ‘যেসব তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে সেগুলোর ধরন ও পরিসর কেমন তা নিয়ে তদন্ত চলছে। আশঙ্কা করা হচ্ছে, এতে কিছু বাণিজ্যিক ও ব্যক্তিগত সংবেদনশীল তথ্যও থাকতে পারে।’

নিউজিল্যান্ডে সাইবার হামলা খুবই বেড়েছে। কেবল এক বছরে বেড়েছে ৩৩ শতাংশ। 

কারা এই ম্যালওয়্যার হামলা চালিয়েছে, তা নির্ণয় করতে দেশীয় ও আন্তর্জাতিক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে দ্য রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড কাজ করছে বলেও জানান তিনি।

গত আগস্টে নিউজিল্যান্ডের পুঁজিবাজারের অপারেটরটি হামলার শিকার হয়। সাইবার সুরক্ষা প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, নিউজিল্যান্ডে সাইবার হামলার ঘটনা খুবই বেড়েছে। কেবল এক বছরে তা বেড়েছে ৩৩ শতাংশ। 

এএস