সেপ্টেম্বর থেকে রুশ টিকা উৎপাদন করবে সেরাম
রাশিয়ার কোভিড-১৯ টিকা স্পুটনিক-৫ এর উৎপাদন সেপ্টেম্বর থেকে শুরু করবে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। ভারত তথা বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারী এই কোম্পানি ‘কোভিশিল্ড’ নামে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকারও উৎপাদন করছে।
স্পুটনিক তৈরির তহবিল দাতা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড আরডিআইএফ সোমবার এ ঘোষণা দিয়ে বলেছে, ভারতে বছরে ৩০ কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যে সেপ্টেম্বর থেকে সেরাম স্পুটনিক টিকার উৎপাদন শুরু করবে।
বিজ্ঞাপন
আরডিআইএফ বিবৃতিতে বলেছে, ‘কারিগরি স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে গামালেয়া সেন্টার থেকে সেরাম ইতোমধ্যে সেল ও ভেক্টর স্যাম্পল পেয়েছে। ড্রাগ কন্টোলার জেনারেল অব ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদানির অনুমোদনের পর এই প্রক্রিয়া শুরু হয়েছে।’
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়াল জানিয়েছেন, ‘স্পুটনিক টিকা তৈরিতে আরডিআইএফের অংশীদার হতে পেরে আমি আনন্দিত। আশা করি সেপ্টেম্বর শুরুর পর এর মাধ্যমে পরবর্তী মাসগুলোতে মাধ্যমে কয়েক মিলিয়ন ডোজ প্রস্তুত করবো।’
বিজ্ঞাপন
আরডিআইএফ এর প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ বলেন, ‘কৌশলগত অংশীদারত্ব হলো ভারতে ও বিশ্বজুড়ে মানুষের জীবন বাঁচাতে যৌথভাবে কাজ করার এক নিখুঁত উদাহরণ। এটা আমাদের উত্পাদন সক্ষমতা বাড়িয়ে তোলার জন্য একটি বড় পদক্ষেপ।’
ভারতে করোনার দ্বিতীয় দফার প্রলয়ংকারী ঢেউ শুরুর পর অক্সফোর্ড টিকার উৎপাদক সেরাম টিকা রফতানি বন্ধ করে দেয়। ভারতজুড়ে দেখা দেয় টিকার সংকট। ডিসেম্বরের মধ্যে দেশটি প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার লক্ষ্য অর্জনের প্রচেষ্টা হিসেবে এই ঘোষণা আসলো।
এএস